Advertisment

পরিবর্তনের ডাক, বাংলার ৮ মন্ত্রী, ১০ সাংসদ নিয়ে ত্রিপুরার প্রচারে ঝাঁপাচ্ছেন খোদ মমতা

জোড়-ফুল ফুটলেই নাকি 'উন্নয়নের নতুন যুগ'।

author-image
IE Bangla Web Desk
New Update
tripura assembly election 2023 tmc campaigner names list

ত্রিপুরায় বদলের ডাক তৃণমূলের।

বাংলার বাইরে তৃণমূলের নজরে আরেক বাঙালি রাজ্য প্রতিবেশী ত্রিপুরা। সেখানে ভোট হবে ৬ ও ৭ই ফেব্রুয়ারি। বুধবার এ রাজ্যের শাসক দলের তরফে ত্রিপুরার ভোটে প্রচারকদের নাম ঘোষণা করা হল। মোট ৩৭ জন এবার প্রতিবেশী রাজ্যের ভোটে তৃণমূলের প্রচার চালাবেন। তালিকার শুরুতেই নাম দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিষেকই গত দেড় বছর ধরে ওই রাজ্যদলীয় সংগঠেনর বিস্তারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

Advertisment

ত্রিপুরা তৃণমূলের দলীয় টুইটারে এদিন প্রচারকদের তালিকা ঘোষণা করা হয়েছে। টুইটারে লেখা হয়েছে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ। বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।'

মুখ্যমন্ত্রী মমতা, সঙ্গেই পড়শি বাঙালি রাজ্য ত্রিপুরায় প্রচারে ঝাঁপাচ্ছেন পশ্চিমবঙ্গের আট মন্ত্রী ও তৃণমূলের ১০ জন সাংসদ। রাজ্যের মন্ত্রীদের তালিকায় রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, স্বপণ দেবনাথ, শশী পাঁজা, মানস ভুঁইয়া, সিদ্দিরুল্লা চৌধুরী ও মনোজ তিওয়ারি।

তৃণণূলের যে ১০ সাংসদ ত্রিপুরায় প্রচার চালাবেন তাঁরা হলেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব অধিকারী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরৎ জাহান, মহুয়া মৈত্র, কাকলী ঘোষ দস্তিদার, মৌসম নুর, সৌগত রায়, সুস্মিতা দেব।

এছাড়াও প্রচারকের তালিকায় রয়েছেন তৃণমূলের একঝাঁক বিধায়ক ও পদাধিকারী। এদের মধ্যে উল্লেখযোগ্য, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সহ চেয়ারম্যান আশীষ লাল সিং।

প্রচার চালাবেন, পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা, বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সীরা। তালিকায় নাম রয়েছে, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও।

abhishek banerjee Tripura Poll 2023 Tripura TMC tmc Mamata Banerjee
Advertisment