Advertisment

'হাত বাধা-সংগঠনের ভূমিকা নেতিবাচক', রাওয়াতের মন্তব্যে প্রকট উত্তরাখণ্ডে কংগ্রেসের ডামাডোল

বছর ঘুরলেই উত্তরাখণ্ডে বিধানসভা ভোট। তার আগেই নিজের দল নিয়ে সোশাল মিডিয়ায় বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তোলপাড় রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Trouble in Uttarakhand Congress speculation is high by rise Harish Rawats comment

প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় পার্বত্য রাজ্যের রাজনীতি।

বছর ঘুরলেই উত্তরাখণ্ডে বিধানসভা ভোট। তার আগেই নিজের দল নিয়ে সোশাল মিডিয়ায় বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। যাকে কেন্দ্র করে পার্বত্য রাজ্যের রাজনীতি তোলপাড়। এই ঘটনায় প্রকট উত্তররাখণ্ডে হাতশিবিরের অন্দরের দলাদলি।

Advertisment

সোশাল মিডিয়ায় কী লিখেছেন হরিশ রাওয়াত?

নিজের দল নিয়েই এ দিন ফেসবুক, টুইটারে একগুচ্ছ পোস্ট করেন হরিশ রাওয়াত। তিনি লিখেছেন, 'নির্বাচনের মহাসমুদ্রে কেমন যেন আজবভাবে সাঁতার কাটতে হয়। সাংগঠনিক কাঠামো সাহায্যের জন্য হাত প্রসারিত করার পরিবর্তে আমাকে উপেক্ষা করছে, নয়তো নেতিবাচক ভূমিকা পালন করছে। নেতৃত্ব, সাগরে বেশ কয়েকটি কুমির ছেড়ে দিয়েছে। যেখানে আমাকে সাঁতার কাটতে হবে।'

এরপরই তিনি লিখেছেন, 'যাদের নির্দেশে আমাকে সাঁতার কাটতে হবে তাদের প্রতিনিধির আমার হাত-পা বেঁধে রাখছে। বেশ কিছু অনুষ্ঠান ঘুরে উপলোব্ধি করেছি যে, আমি যথেষ্ট সাঁতার কেটেছি এবং এটি বিশ্রামের সময়। তখনই আরেকটি কণ্ঠস্বর প্রকট হয়েছে, যা আমাকে কখনওই অসহায় না হতে এবং না পালাতে অনুরোধ করছে। আমি দ্বিধায় রয়েছি। নতুন বছর যেন আমাকে পথ দেখাক- আমি নিশ্চিত ভগবান কেদারনাথ আমাকে সেই পথের হদিশ দেবেন।'

পরে এক সাংবাদিক বৈঠকে তাঁর করা এ দিনের সোশাল মিডিয়া পোস্ট নিয়ে কিছু খোলসা করতে রাজি হননি রাওয়াত। এর ব্যাখ্যা পরে দেবেন বলে জানিয়েছেন তিনি।

উত্তরাখণ্ড জয়ের স্বপ্ন দেখছে কংগ্রেস। কিন্তু দলের গোষ্ঠীকোন্দলই বড় বাধা। হাত শিবিরের অন্দরের খবর, এবার ভোটে কংগ্রেসের মুখ হতে পারেন হর্ষীয়ান নেতা হরিশ রাওয়াত। যার জেরেই দলে তাঁর বিরোধী গোষ্ঠী রাওয়াতকে হয়তো হেয় করার চেষ্টা করছে। যা সোশাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) মথুরা দত্ত যোশী বলেছেন 'রাওয়াত উত্তখণ্ডীয়দের আবেগ, মনে কথা বলছেন। যা দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।' যোশীর কথায়, 'রাওয়াত খুবই জনপ্রিয় নেতা। ৭-১০ শতাংশ তাঁর নিজস্ব ভোট ব্যাঙ্ক রয়েছে। মুখ্যমন্ত্রী কে হবেন তা দল ঠিক করবে কিন্তু রাওয়াতেরই পাল্লা ভারী। অভিজ্ঞতা একটা বড় ইস্যু হতে পারে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Harish Rawat sonia gandhi Uttarakhand CONGRESS rahul gandhi
Advertisment