Advertisment

প্রবল গেরুয়া ঝড়েও কুপোকাত যোগীর ১০ মন্ত্রী, তালিকায় ডেপুটি কেশব প্রসাদ মৌর্যও

একজন মন্ত্রী ২৫ হাজারেরও বেশি ভোটে হেরেছেন সপা প্রার্থীর কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath’s helicopter makes emergency landing in Varanasi

যোগী আদিত্যনাথ। ফাইল ছবি

বহু বছর বাদে রেকর্ড হয়েছে উত্তরপ্রদেশে। বিজেপি হই হই করে পর পর দুবার ক্ষমতায় এল। যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার লখনউয়ের কুর্সিতে বসতে চলেছেন। তবে প্রবল গেরুয়া ঝড়ের মধ্যেও বিজেপির কাঁটা হয়ে গেছে ১০ মন্ত্রীর হার। যোগী মন্ত্রিসভার ১০ জন মন্ত্রী এবার নির্বাচনে হেরেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নাম হল উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

Advertisment

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিরাথু থেকে মৌর্য হেরেছেন সপা জোটের প্রার্থী পল্লবী প্যাটেলের কাছে। পল্লবী সপা-র জোটসঙ্গী আপনা দলের (কে)সহ-সভাপতি। ইক্ষুমন্ত্রী সুরেশ রানা হেরেছেন সপা জোটের প্রার্থী রাষ্ট্রীয় লোক দলের আশরাফ আলির কাছে। আরেক মন্ত্রী ছত্রপাল সিং গাঙ্গোয়ার বরেলির বাহেরি আসন থেকে সপা-র আতাউর রহমানের কাছে হেরেছেন।

গ্রামোন্নয়ন মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং ওরফে মোতি সিং পাট্টি আসনে হেরেছেন সপা প্রার্থী রাম সিংয়ের কাছে। তাও আবার ২২ হাজারের বেশি ভোটে। চন্দ্রিকা প্রসাদ উপাধ্যায় যোগী মন্ত্রিসভার অন্যতম সদস্য চিত্রকূট আসনে কুড়ি হাজারের বেশি ভোটে হেরেছেন সপা-র অনিল কুমারের কাছে। উল্লেখ্য, ভোটের আগে এই চিত্রকূটে পর্যটন করিডর করার কথা ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ। শ্রীরামচন্দ্রের স্মৃতিবিজড়িত এই অঞ্চলে বিজেপির হার অপ্রত্যাশিত।

আরও পড়ুন ‘BJP-র সিট যে কমানো যেতে পারে তা আমরাই দেখিয়েছি’, টুইট অখিলেশের

মন্ত্রী আনন্দ স্বরূপ শক্লা বারিয়া আসনে সপা প্রার্থী জয়প্রকাশ আঁচলের কাছে হেরেছেন। সিটিং বিধায়ককে সরিয়ে এই আসনে মন্ত্রীকে প্রার্থী করেছিল বিজেপি। ক্রীড়ামন্ত্রী উপেন্দ্র তিওয়ারি ফেপনা আসনে সপা-র সংগ্রাম সিংয়ের কাছে প্রায় ২০ হাজার ভোটে হেরেছেন। হুসেনগঞ্জে মন্ত্রী রণবীর সিং ধুন্নি সপা-র ঊষা মৌর্যের কাছে ২৫ হাজারের বেশি ভোটে হেরেছেন।

আরও পড়ুন যোগীর নজির, উত্তরপ্রদেশ ফের বিজেপির, এক্স-ফ্যাক্টর কোনগুলি?

মন্ত্রী লখন সিং রাজপুত সমাজবাদী পার্টির প্রদীপ কুমার যাদবের কাছে মাত্র ৪৭৩ ভোটে হেরেছেন দিবিয়াপুর আসনে। রাজ্যের প্রাথমিক শিক্ষা মন্ত্রী সতীশ চন্দ্র দ্বিবেদী সপা প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন স্পিকার মাতাপ্রসাদ পাণ্ডের কাছে ইটওয়া কেন্দ্র থেকে ১৬৬২ ভোটে হেরেছেন।

bjp yogi adityanath UP Elections 2022
Advertisment