Advertisment

যোগীর বিরুদ্ধে প্রার্থী বিজেপি নেতার স্ত্রী, চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সমাজবাদী পার্টি

যোগীকে নিজের গড়েই চ্যালেঞ্জের মুখে ফেলতে মরিয়া সমাজবাদী পার্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath’s helicopter makes emergency landing in Varanasi

যোগী আদিত্যনাথ। ফাইল ছবি

যোগীকে নিজের গড়েই চ্যালেঞ্জের মুখে ফেলতে মরিয়া সমাজবাদী পার্টি। ইটের বদলে পাটকেল দিতে এবারের বিধানসভা নির্বাচনে সোবার যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রাক্তন বিজেপি নেতার স্ত্রীকে প্রার্থী করল অখিলেশের দল। গোরক্ষপুর শহর কেন্দ্রে যোগীর বিরুদ্ধে লড়াই হবে তাঁরই দলের প্রাক্তন নেতার স্ত্রীর বিরুদ্ধে।

Advertisment

প্রাক্তন বিজেপি নেতা উপেন্দ্র দত্ত শুক্লার স্ত্রী সভাবতী শুক্লা। উপেন্দ্র গত ২০২০ সালে মারা যান। তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন। তার পর ৪০ বছর ধরে বিজেপিতে ছিলেন। গোরক্ষপুর অঞ্চলের খ্যাতনাম ব্রাহ্মণ নেতা মৃত্যুকালে রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন। এর আগে গোরক্ষপুরের সভাপতি ছিলেন। ২০১৮ লোকসভা উপনির্বাচনে যোগীর ছেড়ে দেওয়া গোরক্ষপুর আসনে লড়াই করেছিলেন উপেন্দ্র। কিন্তু সপা-বসপা জোটের প্রার্থীর কাছে হেরে যান।

সভাবতী একজন গৃহবধূ হলেও এবারের নির্বাচন দিয়ে রাজনীতিতে পা রাখছেন তিনি। গত মাসে লখনউয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সভাবতী ভেবেছিলেন, স্বামীর মৃত্যুর পর তাঁকে হয়তো টিকিট দেবে বিজেপি। কিন্তু সে আশা ক্ষীণ হতেই সপা-তে যোগ দেন তিনি।

সভাবতীর ছেলে অমিত শুক্লা বলেছেন, "বিজেপি আমার বাবাকে অপমান করেছে, মৃত্যুর পর দলের প্রতি তাঁর অবদানকে স্বীকৃতি দেয়নি। মুখ্যমন্ত্রী বহুবার গোরক্ষপুরে এসেছে গত দুবছরে। কিন্তু একবারও আমাদের কাছে আসেননি সমবেদনা জানাতে। এমনকী আমাদের আর্জি ছিল শহরের একটা রাস্তার নাম বাবার নামে রাখা হোক। কিন্তু সেটাও উপেক্ষা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং বাবার মৃত্যুর ৬ মাস পর আমাদের বাড়িতে আসেন।"

আরও পড়ুন হিন্দুত্বের বদলে উত্তরপ্রদেশের প্রচারে উন্নয়নে জোর মোদীর

জানা গিয়েছে, অমিত গোরক্ষপুরের সাহাজানওয়া আসন থেকে বিজেপির টিকিট চেয়েছিলেন। কিন্তু দল তাঁর আর্জি শোনেনি। অমিত বলেছেন, "অখিলেশ যাদবজি আমাদের কাছে আসেন এবং আমার মাকে গোরক্ষপুর আসনে টিকিট দেন। আমরা জয়ের বিষয়ে আশাবাদী।" সূত্রের খবর, সপা গোরক্ষপুরের শহরের বিজেপি বিধায়ক রাধামোহন দাস আগরওয়ালের কাছেও প্রস্তাব রেখেছিল। তিনিও দলের উপর ক্ষুব্ধ টিকিট না পেয়ে।

গোরক্ষপুরের এক সমাজবাদী পার্টি নেতা বলেছেন, সভাবতী ব্রাহ্মণ বলে সুবিধা হবে। এই অঞ্চলে ব্রাহ্মণ বনাম ঠাকুর লড়াইয়ে বিজেপির কাঁটা হতে পারেন সভাবতী। তাছাড়া সমবেদনা ফ্যাক্টর তো রয়েইছে। এদিকে, এই আসনে বসপা এক মুসলিম নেতাকে টিকিট দিয়েছে। খোয়াজা শামসুদ্দিনকে প্রার্থী করা হয়েছে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে।

bjp yogi adityanath Akhilesh Yadav Samajwadi Party UP Elections 2022
Advertisment