Advertisment

'ক্ষমতার জন্য প্রতারণা করব না', জল্পনার মাঝেই বড় দাবি মহারাষ্ট্রের মন্ত্রী শিন্ডের

মহারাষ্ট্রের মহা-সঙ্কটে মহাবিকাশ আগাদি জোট। চিন্তা বাড়ছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra Political Crisis update, Eknath Shinde, Rebel MLAs viral video, Goa latest update, Maharashtra Latest news, Mumbai latest news

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মন্ত্রী, শিবসেনার নেতা। তিনিই আপাতত প্রধানমন্ত্রী মোদীর রাজ্য সুরাটে রয়েছেন। শুধু তিনিই নন, তাঁর সঙ্গেই রয়েছেন আরও ২০ জন সেনা এবং ছোট জোট শরিক, বেশ কয়েকজন নির্দল বিধায়কও। ফলে জল্পনা, শিন্ডের শিবির বদল শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই শিন্ডেকে বিধানসভার পরিষদীয় দলনেতার পদ থেকে বহিষ্কার করেছে শিবসেনা।

Advertisment

মহারাষ্ট্রের মহা-সঙ্কটে মহাবিকাশ আগাদি জোট। চিন্তা বাড়ছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। এই পরিস্থিতিতে টুইট করেছেন একনাথ শিন্ডে। ক্ষমতার লোভে প্রতারণা করবেন না বলেই দাবি করেছেন মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী।

টুইটে শিন্ডে লিখেছেন, 'আমরা বালাসাহেবের আদর্শে অনুপ্রাণিত কট্টর শিব সৈনিক। বালাসাহেব আমাদের হিন্দুত্ব শিখিয়েছেন। বালাসাহেবের আদর্শ এবং আনন্দ দীঘের শিক্ষার ফলে আমরা সত্যের প্রতি অবিচল, আমরা ক্ষমতার লোভে কখনও প্রতারণা করিনি।'

আরও পড়ুন- মহারাষ্ট্রে মহা-বিদ্রোহ, মোদীর রাজ্যে সেনার মন্ত্রী, ঘুম উড়েছে উদ্ধবের

শিন্ডে ঘরে ফিরবেন বলেই আশাবাদী শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। কংগ্রেসেও এতে ভয়ের কিছু দেখছে না। শিন্ডের সুরাট সফরকে সেনার অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শিন্ডে। কিন্তা তাঁর দাবি মান্যতা না পাওয়ায় গোঁসা হয়েছে তাঁর। আর তার জেরেই শিবির বদলের ভাবনা নগরোন্নয়ন মন্ত্রীর। কিন্তু, পাওয়ারের দাবি, 'একনাথ শিন্ডে তাঁর মুখ্যমন্ত্রীর হওয়ার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে আমাদের কখনই কিছু বলেননি।'

shiv sena Maharastra Uddhav Thackeray Uddhav Government
Advertisment