Advertisment

হাত ছাড়ার নেপথ্যে প্রকৃত কারণ কী? এবার কী পরিকল্পনা? মুখ খুললেন কপিল সিব্বল

নিজের কংগ্রেস ছাড়ার খবর জানানোর ঠিক পরই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ।

author-image
IE Bangla Web Desk
New Update
what is his future plan in politics after leaving Congress Kapil Sibal interview

কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বল।

শতাব্দী প্রাচীন কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী কপিল সিব্বল। গত ১৬ই মে হাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। বুধবার রাজ্যসভা ভোটে লড়াইয়ের জন্য প্রার্থীপদ জমা দিয়েছেন কপিল সিব্বল। উত্তরপ্রদেশ থেকে নির্দল প্রার্থী হয়ে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার সাংসদ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

Advertisment

নিজের কংগ্রেস ছাড়ার খবর জানানোর ঠিক পরই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ কপিল সিব্বল। যে দলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক কেন সেই দল ছাড়লেন সিব্বল? সাংবাদিক মনোজ সি জি-কে দেওয়া এই সাক্ষাৎকারে নিজেই সেই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস ত্যাগী প্রবীণ আইনজীবী।

প্রশ্ন: আপনি কি আজই কংগ্রেস ছেড়েছেন?

কপিল সিব্বল: না, গত ১৬ই মে আমি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি।

প্রশ্ন: কেন এই সিদ্ধান্ত?

কপিল সিব্বল: এর কোনও বিস্তারিত ব্যাখ্যা এখনই আমি দিতে চাইছি না।

প্রশ্ন: আপনি কি সমাজবাদী পার্টি থেকে রাজ্যসভার ভোটে আপনার মনোনয়ন জমা দিয়েছেন?

কপিল সিব্বল: না, একদমই নয়। আমি নির্দল প্রার্থী হিসেবে আমার মনোনয়ন জমা দিয়েছি। সমাজবাদী পার্টি আমাকে সমর্থন করেছে।

প্রশ্ন: আপনি কি সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন?

কপিল সিব্বল: একদমই না। তাহলে আমি কীভাবে নির্দল প্রার্থী হিসেবে আমার মনোনয়ন দাখিল করলাম? সমাজবাদী পার্টিতে যোগ দিলে তো আমাকে ওই দলের হয়েই প্রার্থীপদ দাখিল করতে হত। আমি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলাম যে, আমি আর কোনও রাজনৈতিক দলে যোগ দেব না। প্রকাশ্যে বলা আমার কথার সঙ্গে এ দিনের পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ। দেশে স্বাধীন কণ্ঠস্বরের প্রয়োজন, তাই নির্দল হয়ে সংসদে যেতে চেয়েছি।

প্রশ্ন: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

কপিল সিব্বল: আমার ভবিষ্যত পরিকল্পনা হল- বর্তমান বিজেপি সরকারের বিরোধিতা করতে বিরোধীদের একত্রিত করা। কেন্দ্রীয় সরকার যেসব জনবিরোধী নীতি অনুসরণ করছে তা ভারতের অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিকে বিভক্ত করছে।

প্রশ্ন: কেন কংগ্রেস এখন আর প্রকৃত বিরোধী বলে আপনি মনে করেন না?

কপিল সিব্বল: বৈচিত্রের মাঝে ঐক্য, দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের এই নীতি মেনেই অগ্রসর হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

প্রশ্ন: আপনি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার...

কপিল সিব্বল: কেন আমি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম তা এখনই বলতে চাই না। এখন যেহেতু আমি কংগ্রেস দলে নেই, আমি ওই দল সম্পর্কে খারাপ কিছু বলতে চাইছি না, রাজনীতিক সংস্কৃতির সঙ্গে অনেক কিছুই অসঙ্গতিপূর্ণ বলে মে হয়। কংগ্রেসের অভ্যন্তরে আমি যা বলতে চেয়েছিলাম তা বলতেপারতাম। এখন যেহেতু আমি কংগ্রেসে নেই, তাই আমি কংগ্রেসের কারোরও সমালোচনা করতে চাই না।

প্রশ্ন: জি-২৩ নেতৃত্বের অংশ হিসাবে আপনি কংগ্রেসে কিছু সংস্কার আনার চেষ্টা করেছিলেন?

কপিল সিব্বল: আমি এখন কংগ্রেস দলে না থাকায় এই ইস্যুতে কোনও মন্তব্য করব না।

প্রশ্ন: কংগ্রেসের জি-২৩ নেতৃত্বের কাছে আপনার বার্তা…

কপিল সিব্বল: কাউকে কোনও বার্তা দেওয়ার নেই।

Read in English

CONGRESS Kapil Sibal Samajwadi Party
Advertisment