জল্পনা বাড়িয়ে ইউপিএ চেয়ারপার্সন পদে শরদ পওয়ারের পক্ষে জোর সওয়াল করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বর্তমানে সোনিয়া গান্ধী এই পদে রয়েছেন। কিন্তু শোনা যাচ্ছে, শীঘ্রই শারীরিক কারণে সরে দাঁড়াবেন সোনিয়া। তার জায়গায় এনসিপি সুপ্রিমোই আদর্শ নেতা বলে মনে করছে শিবসেনা। শুক্রবার শিবসেনা সাংসদ বলেছেন, শরদ পওয়ার ইউপিএ চেয়ারপার্সন হলে দল সবচেয়ে খুশি হবে। দলের তরফ থেকে এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন করার কথা বলেছেন রাউত।
এই মুহূর্তে মহারাষ্ট্র তথা দেশের মধ্যে ক্ষুরধার রাজনীতিবিদদের মধ্যে অন্যতম শরদ পওয়ার। বর্ষীয়ান এই নেতা দেশজুড়ে গেরুয়া শিবিরের আধিপত্যকে ঠেকাতে একমাত্র ভরসা বলে মনে করছে বিরোধী শিবির। যেভাবে মহারাষ্ট্রে বিজেপিকে ঘোল খাইয়ে ক্ষমতা দখল করেছে মহাবিকাশ আঘাড়ি তাতে এই আপ্তবাক্য সবাই মেনে নিচ্ছেন। সঞ্জয় রাউত বলেছেন, "ইউপিএ চেয়ারম্যান পদে পওয়ার স্যরকে দেখলে খুব খুশি হব। এরকম কোনও প্রস্তাব এলে আমরা তাঁকে সমর্থন করব।" তিনি এও বলেছেন, যেহেতু এই মুহূর্তে কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে তাই ইউপিএ জোটকে শক্তিশালী করতে পওয়ারের মতো লোক দরকার।
আরও পড়ুন ‘মমতা সরকার উপড়ে ফেলে যোগ্য় জবাব দেবে মানুষ’, হুঙ্কার সিন্ধিয়ার
যদিও এনসিপির তরফে বৃহস্পতিবার শরদ পওয়ারের ইউপিএ চেয়ারম্যান হওয়ার জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। দল জানিয়েছে, মিডিয়ার ভিত্তিহীন জল্পনা এসব। এনসিপি মুখপাত্র মহেশ তাপসে জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত হয়নি ইউপিএ চেয়ারম্যান পদ নিয়ে। তবে রাজনৈতিক মহলের মতে, দুর্বল এবং গোষ্ঠীকোন্দলে জর্জরিত কংগ্রেসের সভানেত্রী সোনিয়ার বদলে এই মুহূর্তে বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার মতো রাজনীতির 'চাণক্য' শরদ পওয়ারই। তাই তাঁকে পদে বসিয়ে ইউপিএ-কে চাঙ্গা করা যাবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন