অসমে শান্তি ফেরাতে বড়ো চুক্তির প্রতিটা প্রতিশ্রুতি পালন হবে। বুধবার চিরাংয়ে ভোট প্রচারে এই দাবি করেন স্বরাষ্ট্র মন্ত্রী। এদিন রাহুল গান্ধীকে কটাক্ষের নিশানা বানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, ‘রাহুল বাবা অসম ঘুরতে এসেছেন। তিনি বলেছেন বদরুদ্দিন আজমল অসমের মুখ। তাহলে ভুপেন হাজারিকা, শঙ্কর দেব, উপেন্দ্র নাথ এরা কে? বদরুদ্দিন আজমল কীভাবে অসমের পরিচিতি হতে পারে?’ তাঁর হুঙ্কার বলেছেন, ‘অনুপ্রবেশকারীদের ঘাঁটি হতে দেব না অসমকে।‘
পয়লা এপ্রিল অসমের দ্বিতীয় দফায় ৩৯টি আসনে ভোট গ্রহণ। এদিকে, কামরূপে ভোট প্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ঘুরিয়ে প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এখানে আপনাদের মিথ্যা বলতে আসিনি। আমার নাম রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী নয়। আপনারা যদি অসম, কিংবা কৃষক কিংবা দেশের কোনও বিষয়ে মিথ্যা শুনতে চান, তাহলে টিভি ঘুরিয়ে নরেন্দ্র মোদীকে শুনুন। ২৪ ঘণ্টাই উনি মিথ্যা বলছেন।‘
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমে শনিবার প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে। এদিন এই দফায় পড়শি রাজ্যে ভোট পড়েছে প্রায় ৭২%। ইতিমধ্যে অসমে ক্ষমতা দখলে রাখতে কেন্দ্রীয় নেতৃত্বকে এনে উত্তর-পূর্বের এই রাজ্যে প্রচারে ঝড় তুলেছে অসম বিজেপি। একইভাবে কংগ্রেসও ঝাপিয়েছে এনআরসি প্রশ্নে বিজেপিকে বিঁধে ৫ বছর পর ক্ষমতায় ফিরতে। এই দুই রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই তিন দফায় সে রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। যার প্রথম দফা শনিবার সকাল ৮টা-বিকেল ৫টা পর্যন্ত অসমের ৪৭টি বিধানসভায় চলেছে ভোট গ্রহণ। এদিন মোট ২৬৪ জন প্রার্থীর ভাগ্য ব্যালট বন্দি হবে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য মুখ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা।
প্রথম দফায় অসমে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট পরিচালনায় নামান হয়েছে। ১২ জেলার মোট ১১,৫৩৭টি বুথে চলছে ভোটগ্রহণ। উপদ্রুত এলাকায় গত একমাস ধরেই চলেছে বিএসএফ, অসম রাইফেলস এবং রাজ্য পুলিশের কড়া নজরদারি। আগামি ২ মে, বাকি ৪ রাজ্যের সঙ্গেই অসমে ভোট গণনা।