এয়ার স্ট্রাইকে ঠিক কী হয়েছে? কতজন মারা গিয়েছে? এহেন প্রশ্ন নিয়ে শাসক-বিরোধী সংঘাত তুঙ্গে। আপাতত এই প্রশ্নবান থেকে যে মোদী বাহিনী রেহাই পাচ্ছে না, তারই প্রমাণ দিলেন নভজ্যোত সিং সিধু ও কপিল সিব্বল। এয়ার স্ট্রাইক নিয়ে এবার প্রশ্ন করলেন এই দুই কংগ্রেস নেতা। বালাকোটে এয়ার স্ট্রাইকে কোনও প্রাণহানি হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম যে খবর প্রকাশ করছে, তার প্রেক্ষিতে মোদী কেন মুখ খুলছেন না, সে নিয়ে এবার সরব হলেন কপিল সিব্বল। অন্যদিকে, এয়ার স্ট্রাইকে আদৌ ৩০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে কিনা, সে ব্যাপারে সরাসরি প্রশ্ন করেছেন সিধু।
সংবাদসংস্থা এএনআইকে এ প্রসঙ্গে কপিল সিব্বল বলেছেন, ‘‘এয়ারস্ট্রাইকে কারও প্রাণহানি হয়েছে কিনা সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রধানমন্ত্রী এ নিয়ে স্পষ্ট ভাবে জানান।’’ তিনি আরও বলেন, ‘‘যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পাক বিরোধী কথা বলে, তখন আপনি খুশি হন। কিন্তু যখন ওঁরা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করছেন, তার মানে কি তাঁরা পাক সমর্থক?’’
আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গি নিহত: অমিত শাহ
নভজ্যোত সিং সিধু বলেছেন, ‘‘৩০০ জন জঙ্গি মৃত, এটা সত্যি না মিথ্যে? তাহলে কী উদ্দেশ্য ছিল? আপনি কি জঙ্গি দমন করেছেন না গাছ উপড়েছেন? এটা কি নির্বাচনী চমক ছিল? সেনাকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। এটা দেশের জন্য ভয়ঙ্কর।’’
উল্লেখ্য, এয়ার স্ট্রাইক নিয়ে বিরোধীদের প্রশ্নের সমালোচনায় মুখর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ার স্ট্রাইক নিয়ে বিরোধীরা এভাবে প্রশ্ন করে সেনার মনোবলে ধাক্কা দিচ্ছেন বলে সরব হয়েছেন মোদী। অন্যদিকে, রবিবার গুজরাতে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘‘বালাকোটে এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে।’’
আরও পড়ুন, ‘পাঁচ মিনিটের জন্যও প্রচারের আলো ছাড়তে পারেন না মোদী’
কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি পাল্টা বলেছেন, ‘‘বিরোধীরা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করছে না। প্রধানমন্ত্রী নিজেই তা করছেন। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, যদি রাফাল বিমান থাকত, তাহলে ফলটা অন্যরকম হত। এ বক্তব্যের মানে কী?’’
উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার বালাকোটে এয়ার স্ট্রাইকে প্রাণহানি হয়নি বলে দাবি করেছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এরপরই বালাকোট অভিযান নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। কংগ্রেসের দিগ্বিজয় সিং বলেছেন, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন হত্যার পর আমেরিকা যেভাবে সব তথ্য সামনে এনেছিল, বালাকোটে এয়ারস্ট্রাইক নিয়েও তথ্যপ্রমাণ দিক সরকার।
Read the full story in English