Maharashtra: মঙ্গলবার তিনি ঘোষণা করেছিলেন দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে হাইড্রোজেন বোমা ফেলবেন। বুধবার সংবাদ মাধ্যমের সামনে সেই বোমাটাই ফেললেন নবাব মালিক। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ সামনে আনলেন তিনি। দেবেন্দ্র ফড়নবিস অর্থাৎ মহারাষ্ট্রের বিরোধী দলনেতার জাল নোট চক্রের কারবারীদের সঙ্গে যোগসাজশ রয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতিপরায়ণদের সরকারি পদে নিয়োগ করেছিলেন ফড়নবিস। এভাবেই এদিন সুর চড়ান মালিক।
যদিও মালিকের এই অভিযোগকে ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন দেবেন্দ্র। জর্জ বার্নার্ড শ’র একটি উক্তি ট্যুইট করে বিজেপি নেতা লেখেন, ‘বহুদিন আগেই জেনেছিলাম শূয়োরের সঙ্গে কোনওদিন লড়াই করতে নেই। তাতে আপনার শরীর নোংরা হবে, আর সেই অবস্থা দেখে শূয়োর খুব মজা পাবে।‘
এদিকে, আরিয়ান কাণ্ডের জল এবার মহারাষ্ট্রের যুযুধান দুই রাজনৈতিক শিবিরের দুয়ারে। দীপাবলির আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছিলেন, উৎসব মিটলেই খেলা শেষ করবেন তিনি। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের সঙ্গে মাফিয়া জগতের যোগ প্রকাশ্যে আনবেন। সেই ঘোষণা মতোই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রবীণ এনসিপি নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন ফড়নবিস।
তিনি বলেছেন, ‘বম্বে ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম চক্রী সর্দার শাবাব আলি খান এবং দাউড ঘনিষ্ঠ সেলিম প্যাটেলের সঙ্গে যোগাযোগ রয়েছে মালিকের।‘ এখানেই থামেননি মহারাষ্ট্রের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, ‘শাবাব আলি এবং তাঁর পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বোঝাপড়া রয়েছে এনসিপি নেতার। এমনকি কুরলার এলবিএস মার্গের একটা অভিজাত সম্পত্তি সেলিম প্যাটেলের থেকে কিনেছেন মালিক। এই সেলিম প্যাটেল হাসিন পার্কার অর্থাৎ দাউদের বোনের নিরাপত্তারক্ষী ছিলেন। কেন অত কম দামে সেলিমের মতো ব্যক্তির থেকে কিনলেন নবাব মালিক?’
ফড়নবিস বলেন, ‘তাঁর কাছে থাকা অভিযোগ সংক্রান্ত সব নথি সংশ্লিষ্ট আধিকারিকের হাতে তুলে দেওয়া হবে। প্রতিলিপি পাঠানো হবে এনসিপি প্রধান শরদ পওয়ারকে।‘ এই প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি সস্ত্রীক ফড়নবিসের বিরুদ্ধে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ এনেছেন নবাব মালিক। সেই অভিযোগের পাল্টা দিতে মহারাষ্ট্রের এই মন্ত্রীর বিরুদ্ধে অপরাধ জগতের সঙ্গে যোগ থাকার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন