এ যাবৎকাল একে অপরের বিরুদ্ধেই তারা সুর চড়িয়ে এসেছে। রাজনীতির ময়দানে নেমে প্রায়শই একে অপরকে নিশানা করেছে তারা। সেই তারা কিনা একসঙ্গে! হ্যাঁ, এমন ভেবেই তাজ্জব হয়ে গিয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। কারণ, নজিরবিহীন ভাবে একে অপরের হাত ধরার বার্তা দিয়েছে পিডিপি ও এনসি। একে অপরের বিরুদ্ধে থাকা উপত্যকার ওই দুই দলের হঠাৎ ‘ভাব’ হয়ে যাওয়ায় রাজনীতির বহু সমীকরণ পাল্টে গিয়েছে। পিডিপি-কংগ্রেস-এনসি, এই নয়া জোটের বার্তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এবার সেই নতুন জোটের সমীকরণের আবহেই জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক নাটকের আরেক মোড় ঘোরালেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লা।
আরও পড়ুন, ‘‘বিধায়কদের জঙ্গি হানার ভয় দেখানো হচ্ছে’’
‘‘ভোটে পিডিপির সঙ্গে জোট করবে না এনসি’’, একথাই এদিন বলেছেন ওমর আবদুল্লা। যে বক্তব্যের জেরে উপত্যকায় নাটক আরও জমল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন ওমর বলেছেন যে, জম্মু-কাশ্মীরের স্বার্থেই পিডিপির সঙ্গে হাত মিলিয়েছেন তাঁরা। তবে ভোটে তাঁরা একসঙ্গে লড়বেন না। অন্যদিকে, নবনির্মীত এই জোটকে নিয়ে সুর চড়ান রাজ্যপাল সত্যপাল মালিক। পিডিপি-কংগ্রেস-এনসি-র গাঁটছড়া বাঁধাকে ‘অশুভ জোট’ বলে কটাক্ষ করেছেন সত্যপাল।
এদিকে, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবকে এদিন একহাত নিয়েছেন ওমর আবদুল্লা। পাকিস্তানের মদতেই পিডিপি ও এনসি জম্মু-কাশ্মীরে পুরভোট বয়কট করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রাম মাধব। সে প্রসঙ্গে এদিন টুইটারে মাধবকে চ্যালেঞ্জ ছোড়ার ভঙ্গিতে বলেন যে, জনসমক্ষে এ অভিযোগের প্রমাণ পেশ করুন না হলে সৎ মানুষের মতো ক্ষমা চান।
Read the full story in English