Advertisment

'গোটা NCP রয়েছে শিন্ডে সরকারের সঙ্গে', বিস্ফোরক দাবি অজিত পাওয়ারের

শরদ পাওয়ারের অধীনে এনসিপি দল বলেছে যে তারা মুম্বাইতে অনুষ্ঠিত বুধবারের সভায় কমপক্ষে ৪৪ জন বিধায়কের অংশ নেবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NCP leaders gather at YB Chavan centre

সমর্থন আদায়ে প্রয়োজন ৩৬ বিধায়কের উপস্থিতি। সেখানে বিদ্রোহী অজিত পাওয়ার শিবিরে অংশ নিলেন ২৯ জন এনসিপি বিধায়ক। অন্যদিকে ৪০ জন বিধায়ক শরদ পাওয়ারের বৈঠকে হাজির থাকবেন বলে পাওয়ার ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হলেও এখন পর্যন্ত, মাত্র ১৪ জন বিধায়ক শরদ পাওয়ারের সমর্থনে মুম্বইয়ে ওয়াইবি চভন সেন্টারে। যদিও শরদ পাওয়ার শিবির সূত্রে দাবি করা হয়েছে তিনজন বিধান পরিষদের সদস্য এবং পাঁচজন সাংসদ হাজির হয়েছেন শরদ পাওয়ারের বৈঠকে। ইতিমধ্যে, ২৯ জন বিধায়কের সমর্থন আদায়ে অজিত পাওয়ার শক্তি প্রদর্শনে মুম্বই এডুকেশন ট্রাস্টে পৌঁছেছেন। এর মাঝেই বড় দাবি করলেন অজিত পাওয়ার। 'গোটা NCP রয়েছে শিন্ডে সরকারের সঙ্গে', বিস্ফোরক দাবি NCP নেতার।

Advertisment

স্বতন্ত্র বিধায়ক দেবেন্দ্র ভূয়ার, অজিত পাওয়ারের ঘনিষ্ঠ সহযোগী বলেই পরিচিত। তিনি শরদ পাওয়ারের সাথে দেখা করতে ওয়াই বি চভন সেন্টারে পৌঁছেছেন। শিরুরের এনসিপি বিধায়ক অশোক পাওয়ারও শরদ পাওয়ার শিবিরে যোগ দিয়েছেন। এই সপ্তাহের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অজিত পাওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন। অন্যদিকে, অজিত পাওয়ার এনসিপির রাজ্য সভাপতি পদে সুনীল তাটকরের নাম সামনে আনার পর তিনি দাবি করেছেন, 'বেশিরভাগ বিধায়ক উপমুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন'। তাঁর দাবি এখনও পর্যন্ত ৩৫ জন বিধায়কের সমর্থন রয়েছে অজিত পাওয়ারের সঙ্গে। এই সংখ্যাটা ৪০ পেরোবে'।

অন্যদিকে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি বিধায়কদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা নিয়ে দলের বিধায়কদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কারণে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ শিবসেনা বিধায়ক এবং অন্যান্য দলের নেতাদের একটি বৈঠক ডেকেছেন। তিনি সন্ধ্যায় তার সরকারী বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলেই সূত্রের খবর।

মহারাষ্ট্রের মহানাটকে অজিত-শরদ বৈঠক। ‘পাওয়ার’ প্রমাণের লড়াইয়ে ময়দানে কাকা-ভাইপো। এদিকে এখনও পর্যন্ত যা খবর তাতে অনেকটাই সম্মানের লড়াইয়ে অনেকটাই এগিয়ে অজিত পাওয়ার। NCP-এর ২৯ জন বিধায়ক অজিত পাওয়ারের শিবিরের বৈঠক নিয়েছেন। অন্যদিকে শরদ পাওয়ার শিবিরে হাজির রয়েছেন মাত্র ১৪ জন বিধায়ক। দলের বাকি বিধায়করা কোন বৈঠকেই অংশ নেন নি। এমন পরিস্থিতিতে শরদ পাওয়ারের পক্ষে আগামী সময়ে তাঁর নেতৃত্বে এনসিপির অস্তিত্ব বজায় রাখার একটি বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। অজিত পাওয়ার রবিবার আরও আটজন বিধায়ককে সঙ্গে নিয়ে শিন্ডে সরকারে যোগ দেন।

শরদ পাওয়ারের সমর্থকরা মুম্বইয়ে ওয়াইবি চভন সেন্টারে বাইরে পাওয়ারের সমর্থনে স্লোগান তুলেছেন। এনসিপি বিধায়ক অনিল দেশমুখ, অশোক পাওয়ার, রোহিত পাওয়ার এবং দেবেন্দ্র ভূয়ার শরদ পাওয়ারের সমর্থনে ওয়াইবি চভন সেন্টারে পৌঁছেছেন। এ ছাড়া পৌঁছেছেন এনসিপি বিধায়ক রাজেন্দ্র শিঙ্গানে। মহারাষ্ট্র মন্ত্রিসভায় অজিত পাওয়ারকে নেওয়া নিয়ে শুরু হয়েছে চরম দলীয় কোন্দল। শিবসেনা বিধায়কদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সন্ধ্যায় তার সরকারি বাসভবনে এক বৈঠক ডেকেছেন। কংগ্রেস' প্রমোদ তিওয়ারি দাবি করেছেন, 'অজিতের সমর্থকরা যা করেছেন মহারাষ্ট্রের মানুষ কোনভাবেই তা মেনে নেবে না’।

অজিত পাওয়ারের পক্ষে NCP-এর সিনিয়র নেতা ছগন ভুজবল এদিন কার্যত সময়সীমা বেঁধে দিয়েছেন শরদ পাওয়ারকে। তিনি বলেন, "এখনও সময় রয়েছে। মহারাষ্ট্রের উন্নয়নের কথা চিন্তা-ভাবনা করুন।" তিনি আরও দাবি করেছেন, অজিত পাওয়ার শিবিরের দিকে ঝুঁকে রয়েছেন অধিকাংশ বিধায়ক। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় NCP-র বিধায়ক সংখ্যা ৫৩। সে ক্ষেত্রে অজিত পাওয়ার শিবিরের পাল্লা ভারী থাকলে আগামীদিনে NCP-র প্রতীক এবং দলের নাম ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে থাকবেন তিনিই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এর মধ্যেই বিরাট দাবি করেছেন অজিত পাওয়ার। তিনি বলেছেন, 'সমস্ত বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ করছেন, এমনকি শারদ পাওয়ারের মিটিংয়েও আছেন এমন বিধায়করাও আমার সঙ্গে যোগাযোগ রাখছেন'।

Sharad Pawar
Advertisment