মহারাষ্ট্রে মন্ত্রিত্বপদ নিয়ে মহানাটক। এনসিপির অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল অমিত শাহ ও বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছেছেন। অজিত পাওয়ার প্রায় ৪৫ মিনিট ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক বৈঠক করেন। সূত্রের খবর অজিত পাওয়ার মহারাষ্ট্র সরকারের অর্থ মন্ত্রক পেতে মরিয়া। কিন্তু মুখ্যমন্ত্রী শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী ফড়নবিশ অর্থ মন্ত্রক তাঁর হাতে দিতে নারাজ।
মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং সিনিয়র এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল বুধবার প্রায় ৪৫ মিনিট ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক বৈঠক করেন। তবে বৈঠকের আগে প্রফুল্ল প্যাটেল সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘এটা একটা আনুষ্ঠানিক বৈঠক’। যদিও সূত্রের খবর মহারাষ্ট্র সরকারের মন্ত্রীত্ব বণ্টন নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে অজিত পাওয়ারের বৈঠকে কোন সমাধান সূত্র না বেরোনোয় তাঁকে দিল্লিতে যেতে হয়েছে। মন্ত্রীত্ব নিয়ে বিরোধের জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকেও দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে বলেই সূত্রের খবর।
যদিও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির কার্যনির্বাহী সভাপতি প্যাটেল, মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা-এনসিপি জোটের মধ্যে ফাটলের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং জোর দিয়ে বলেছেন, মন্ত্রীপদ নিয়ে সমস্যা সমাধান করা হয়েছে। রাজ্যে মন্ত্রীসভা সম্প্রসারণ হবে দু-এক দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে।
গত ২রা জুলাই শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির শীর্ষ নেতা অজিত পাওয়ার এবং প্রায় তিন ডজন বিধায়কের সমর্থনে ক্ষমতাসীন শিবসেনা-বিজেপি জোটে যোগদান করেন। সোমবার এবং মঙ্গলবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার নিজেদের মধ্যে এক বৈঠক করেন।