এনডিএ ভাঙলেও বিহারের অটুট জেডিইউ-বিজেপি জোট। চূড়ান্ত হয়ে গেল আসন রফাও। জেডিইউ প্রদান তথা বিহারের মুখ্যমন্ত্রী নিজেই জানালেন রফার কথা। তাঁর ঘোষণা অনুসারে, আসন্ন ভোটে এবার সংযুক্ত জনতা দল লড়বে ১২২ আসনে। বিজেপি জন্য বরাদ্দ ১২১ আসন। নিজেদের বরাদ্দ আসন থেকেই এনডিএর এই দুই বড় শরিক হিন্দুস্থানী আওয়াম মোর্চা ও বিকাশশীল ইনশান পার্টিকে আসন ছাড়বে।
সাংবাদিক বৈঠকে নীতীশ কুমার বলেছেন, 'জেডিইউ-য়ের জন্য ১২২ আসন বরাদ্দ হয়েছে। এখান থেকেই আমরা হিন্দুস্থানী আওয়াম মোর্চাকে ৭টি আসন দেব। বিজেপির লড়বে ১২১ আসনে। ওরা বিকাশশীল ইনশান পার্টিকে লড়াইয়ের সুযোগ দেবে।'
শাসক জোটের আসন রফার চূড়ান্ত হওয়ার খবর কে আগে দেবে এদিন তা নিয়ে রীতিমত লড়াই জমে ওঠে। নাটকীয়ভাবে নির্ধারিত সময়ের আগেই এদিন সাংবাদিকদেরমুখোমুখি হয়ে জোট অটুটের খবর দেন নীতীশ।
এলজেপির শাসক জোট ছাড়ার পরদিনই জোট রফার কথা ঘো।ণা করলেন নীতীশ। কিন্তু, চিরাগের দলের বিহারে এনডিএ ছাড়ার বিষয়টিকে ভুল বার্তা দেবে? এ প্রশ্নে বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়েশওয়াল বলেন, 'বিহারে আমাদের নেতা নীতীশ কুমার এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এনজেপি কেন্দ্রে এনডিএর শরিক।'
আরও পড়ুন- নীতীশের নেতৃত্ব না পসন্দ! বিহার ভোটে ‘একলা চলো রে’ নীতি এলজেপির
এ দিন সাংবাদিক বৈঠকে রামবিলাস পাসওয়ানের রাজ্যসভার টিকিট পাওয়া ও জয়ী হওয়ার কথা স্মরণ করিয়ে দেন নীতীশ। বলেন, 'বিহারে এলজেপির আসন সংখ্যা ছিল ২। তা দিয়ে কোনও মতেই রাজ্য়সভায় যেতে পারতেন না রামবিলাস। জেডিইউ-বেজির সহায়তায় তিনি জয় পেয়েছেন।'
নীতীশ কুমারের নেতৃত্ব মানতে চাননি রামবিলাসের পুত্র এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান। নাম না করেই এ দিন চিরাগকে বিঁধে নীতীষ বলেন, 'আমি নিজের কাজে বিশ্বাসী। আমাকে তুচ্ছ করে অনেকেই আনন্দ পেতে পারেন। তাঁদের স্বাগত। এসবকে আমি গুরুত্ব দি না।'
নির্বাচন পরবর্তী জোট নিয়ে প্রশ্ন করা হলে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী বলেন, 'নীতীশ কুমার আমাদের নেতা এটা মানতে হবে। তারপরই সব কথা এগোবে।'
প্রসঙ্গত, ভোটের আগে রবিবারই এনডিএ ছেড়েছে এলজেপি। দলের প্রধান চিরাগ পাসওয়ান বলেছিলেন, 'কেন্দ্রে আমরা এনডিএতে থাকলেও রাজ্য়ে জেডিইউ-এর বিরুদ্ধে প্রার্থী খাড়া করব। তবে, বিজেপির বিরুদ্ধে কোনও প্রার্থী দেওয়া হবে না।'
অন্যদিকে, বিরোধী মহাজোট আগেই আসন রফা চূড়ান্ত করেছে। আরজেডি লড়বে ১৪৪ আসনে। কংগ্রেস ও বামেরা লড়বে ৭০ ও ২৯ আসনে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন