Advertisment

সংসদের নিরাপত্তা লঙ্ঘন, পরবর্তী কৌশল নির্ধারণে বৈঠক 'ইন্ডিয়া জোটের', জেপিসির দাবি!

গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament Winter Session 2023, Winter Session 2023, Parliament live, Parliament security breach, Parliament session today, Parliament security breach video, Parliament security opposition",

গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে

বুধবার সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে তাদের 'ভবিষ্যত পদক্ষেপ' নিয়ে আলোচনা করার জন্য বিরোধী ইন্ডিয়া জোট আজ একটি বৈঠক করবে। বিরোধী নেতারা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে দেখা করবেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা বিবৃতি চাওয়ার কথা বিবেচনা করছেন বিরোধী দলের নেতারা। তারা এই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করারও পরিকল্পনা করছেন।

Advertisment

এদিকে, দিল্লি পুলিশ সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার ২০০১ সালের জঙ্গি হামলার ২২ তম বর্ষপূর্তিতে নিরাপত্তা লঙ্ঘনের মধ্যে, দুই ব্যক্তি -- সাগর শর্মা এবং মনোরঞ্জন -- ভিজিটার গ্যালারি থেকে লোকসভার ওয়েলে ঝাঁপিয়ে পড়েন, ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছোঁড়েন এবং স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সংসদে।

বৃহস্পতিবার কর্মকর্তারা বলেছেন, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দিল্লি পুলিশ কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে। এদিকে সংসদের বিরোধী দলগুলো সংসদে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) দাবি করেছে।

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনার জন্য লোকসভায় নোটিশ দিয়েছেন। রাজ্যসভায়, সাংসদ সৈয়দ নাসির হুসেন এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি জানিয়েছেন। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (দ্বিতীয় সংশোধন) বিল ২০২৩, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ২০১৯, সংশোধন করার জন্য বিবেচনা ও পাসের জন্য আজ রাজ্যসভায় পেশ করবেন। এর আগে, বিলটি লোকসভা ১২ ডিসেম্বর পাস হয়।

Lok Sabha
Advertisment