scorecardresearch

বড় খবর

কারও জাত-ধর্ম নিয়ে কথা নয়, নাহলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি স্পিকারের

সাংসদদের ধমক দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

কারও জাত-ধর্ম নিয়ে কথা নয়, নাহলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি স্পিকারের
সংসদের নিম্নকক্ষ লোকসভা

কারও জাত-ধর্ম নিয়ে একদম মন্তব্য নয়। সাংসদদের ধমক দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদের নিম্নকক্ষে সাংসদদের আচরণ নিয়ে ক্ষুব্ধ ওম বিড়লা। হুঁশিয়ারি দিলেন, কারও জাত-ধর্ম নিয়ে কথা বললে কড়া পদক্ষেপ করবেন তিনি। এদিন কংগ্রেসের এক সাংসদ অভিযোগ করেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর হিন্দি বাচনভঙ্গী নিয়ে কটাক্ষ করেছেন। কারণ তিনি নিচু জাতের বলে।

এদিন কংগ্রেস সাংসদের অভিযোগের গুরুত্ব নিয়ে দেখেন বিড়লা। তার পর বলেন, “লোকসভার সাংসদ হিসাবে জিতিয়েছেন মানুষ, তাঁর জাত বা ধর্ম দেখে নয়। তাঁর কাজ দেখে।” কংগ্রেস সাংসদ এ আর রেড্ডিকে সচেতন করেন স্পিকার। তিনি বলেন, “হাউসে কেউ এধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। না হলে আমি তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।”

এদিন কংগ্রেস সাংসদকেও একহাত নেন স্পিকার। কারণ, তিনি স্পিকারকে বলেছিলেন তাঁকে যেন বাধা দেওয়া না হয়। তাতে আরও চটে যান বিড়লা। তিনি কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিকে সতর্ক করে দিয়ে বলেন, দলের সাংসদকে বুঝিয়ে দিতে যেন ভবিষ্যতে এমন ভাষা ব্যবহার না করতে।

আরও পড়ুন ‘প্রস্তুত হোন, মোদীকে মারতে হবে’, কংগ্রেস নেতার মন্তব্যে হুলস্থূল, পরে কী সাফাই?

অধীরকে বিড়লা বলেন, “আপনি হাউসের নেতা। সদস্যদের বোঝান, স্পিকারের সঙ্গে যেন ভবিষ্যতে এমন কথা না বলেন। স্পিকার বাধা দিতে পারবেন না, এটা যেন না বলেন। আপনি বুঝতে পারছেন আমি কী বলছি?”

প্রসঙ্গত, এদিন কংগ্রেস সাংসদ ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে বলেন, “গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী বলেছিলেন, টাকা এখন আইসিইউ-তে চলে গিয়েছে।”

সেই মন্তব্য করতেই স্পিকার বাধা দেন কংগ্রেস সাংসদকে। তখনই কংগ্রেস নেতা বলেন, আপনি আমাকে বাধা দিতে পারেন না। তাতেই রেগে যান স্পিকার।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Never refer to anyones caste and religion in house else action will be taken ls speaker warns members