Advertisment

প্রশ্নবানে জর্জরিত মোদী, নীরবতা ভেঙে নমোর জবাবে নজর কংগ্রেসের

কেন্দ্রে মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ায় মোদী সরকারকে ৯টি প্রশ্ন করেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi government, Jairam ramesh, Narendra Modi, Congress, BJP, Karnataka Polls 2023, Indian Express, India news, current affairs

কেন্দ্রে মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ায় মোদী সরকারকে ৯টি প্রশ্ন করেছে কংগ্রেস।

মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ায় কংগ্রেস ৯টি প্রশ্ন তুলে ফের পদ্মশিবিরের ওপর রাজনৈতিক আক্রমণ জারি রাখল। ‘কবে নীরবতা ভাঙবেন প্রধানমন্ত্রী’ প্রশ্ন ছুঁড়ে মোদীকে সরাসরি আঘাত। কর্ণাটক জয় নিঃসন্দেহেই আত্মবিশ্বাস বাড়িয়েছে কংগ্রেসের। সামনেই লোকসভা নির্বাচন। আর ২৪-এর লোকসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করেছে বিরোধী জোট। কর্ণাটক জয় কেবল কংগ্রেস নয় বিরোধী শিবিরের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়েছে। দফায় দফায় ২৪-এর লোকসভা ভোটের রণকৌশল নির্ধারণে চলছে আলোচনা।

Advertisment

এদিকে মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ার পর, কংগ্রেস এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর উদেশ্যে ৯টি প্রশ্ন ছুঁড়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘এই একই প্রশ্ন আমরা ভারত জোড়ো যাত্রার সময়ও করেছিলাম। কিন্তু তার কোন উত্তর আমরা পাইনি। কবে নীরবতা ভাঙবেন মোদী’?

কেন্দ্রে মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ায় মোদী সরকারকে ৯টি প্রশ্ন করেছে কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি বই প্রকাশ করে বলেছেন, ‘আমাদের দল প্রধানমন্ত্রী মোদীকে নয়টি প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমরা জানতে চাই এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নীরবতা কবে ভাঙবেন’।

এই উপলক্ষ্যে জয়রাম রমেশ নাইন ইয়ারস নাইন কোয়েশ্চেনস নামে একটি বই প্রকাশ করে বলেন, এগুলি সেই একই প্রশ্ন যেগুলি রাহুল গান্ধী বারবার ভারত জোড়ো যাত্রার সময় কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন। কী কী প্রশ্ন করা হয়েছে মোদীর উদ্দেশ্যে?

১. কেন দেশে মূল্যস্ফীতি ও বেকারত্ব আকাশছোঁয়া?আদানি ইস্যু নিয়ে মোদীকে খোঁচা দিয়ে দেশের সম্পত্তি বিক্রির অভিযোগ করেছে কংগ্রেস।

২. কৃষকদের আয় ‘দ্বিগুণ’ কেন হয়নি? কেন কৃষকদের জন্য এমএসপি আইন এখনও আনা হয়নি?

৩. কেন LIC এবং SBI-এ জমা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ আদানি গোষ্ঠিকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হল, পাশাপাশি আদানির গ্রুপের ২০ হাজার কোটি টাকা নিয়ে মোদীকে ধুয়ে দিয়েছে কংগ্রেস। আদানি ইস্যুতে দেশ যখন উত্তাল তখন কেন প্রধানমন্ত্রী নীরব?

৪. সীমান্ত সন্ত্রাস নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারির কথা বলা হলেও কেন জমি দখলকে কেন্দ্র করে  চিনকে ‘ক্লিন চিট’?  

৫. বিভাজনের রাজনীতি ব্যবহার করে সমাজে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে কেন? সেই প্রশ্নও তুলেছে কংগ্রেস।

৬. মহিলা, দলিত, সংখ্যালঘুদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ নেমে এলেও মোদী কেন এই বিষয়ে নীরব কেন?

৭. কেন সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে? কেন বিরোধী নেতা ও বিরোধী দলের সরকারকে টার্গেট করা হচ্ছে?

৮. কেন MNREGA এর মতো একটি প্রকল্প দুর্বল করা হচ্ছে?

৯. করোনায় অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো ৪০ লাখ মানুষের পরিবার কেন ন্যায়বিচার পায়নি?

জয়রাম রমেশ বলেন, দেশের ৩৫টি শহরের কংগ্রেস নেতারা এই প্রশ্ন নিয়ে রাস্তায় নামবে। এই এই সময় পবন খেদা বলেন, বিশ্বাসঘাতকতার জন্য প্রধানমন্ত্রী মোদীর আজ দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি জয়রাম রমেশ বলেন, মানুষ প্রধানমন্ত্রীকে নিয়ে ক্লান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেন তাতে কিছু যায় আসে না। কর্ণাটকের নির্বাচন একটি বড় বার্তা।

জয়রাম রমেশ আর ও বলেন, ‘নয় বছরে একটি মাত্র কাজ করা হয়েছে এবং তা হল আগের প্রকল্পগুলির নতুন নাম দেওয়া। বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদীকে ‘বস’ বলেছেন, এই প্রশ্নে জয়রাম রমেশ বলেন, ২০০৯ সালে কোপেনহেগেনে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘আপনি আমার গুরু’।

CONGRESS modi
Advertisment