অ-বিজেপি রাজ্যগুলিতে তহবিল বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগকে সরাসরি খারিজ করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাংলা সহ একাধিক অবিজেপি রাজ্যগুলি বকেয়া বরাদ্দ টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ধর্নাতেও বসেন। বিজেপি শাসিত নয়, এমন রাজ্যগুলিই বঞ্চনার শিকার বলেও অভিযোগ উঠেছে। লোকসভায় এক ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট করে দিলেন, রাজ্য বঞ্চিত হলে তার দায় কেন্দ্রের নয়। পাশাপাশি তিনি আরও বলেছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই অবিজেপি রাজ্যসরকারগুলির তরফে এমন অভিযোগ তোলা হচ্ছে।
সোমবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বঞ্চনা ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন। তার জবাবেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, রাজ্যগুলির প্রয়োজন অনুসারে তহবিল বরাদ্দের ক্ষেত্রে কোন রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে না। এদিন সংসদে অধীর চৌধুরি অভিযোগ করেন, 'কংগ্রেস সরকার গঠন করার পর থেকেই টাকা চেয়েও পাচ্ছে না ওই রাজ্য'। এর পালটা সীতারামন জানান, 'কাকে কত টাকা দেওয়া হলে, তা অর্থ মন্ত্রক ঠিক করে না, ঠিক করে অর্থ কমিশন। কমিশনই রাজ্যের সঙ্গে কথা বলার পর রিপোর্ট জমা দেয়। তার ভিত্তিতেই অর্থ মন্ত্রক তা অনুমোদন করে'। সীতারমণ এদিন বলেন, 'কিছু রাজ্যের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে, তা সঠিক নয়'।