Advertisment

পৃথক উত্তরবঙ্গ: এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গভঙ্গ নিয়ে উত্তাপ রাজ্য রাজনীতিতে। কী বললেন নিশীথ প্রামাণিক?

author-image
IE Bangla Web Desk
New Update
nishith pramanik comment on partition of west-bengal

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

বঙ্গভঙ্গের দাবি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। একে অপরকে নিশানা করছে তৃণমূল বিজেপি। এরই মধ্যেই এবার পৃথক উত্তরবঙ্গের দাবি প্রসঙ্গে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

Advertisment

কী বলেছেন নিশীথ প্রামাণিক?

এ দিন মালদহে বিজেপি-র সম্মান যাত্রা কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানেই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার পৃথক উত্তরবঙ্গের প্রসঙ্গ ওঠে। সে সম্পর্কেই নিশীথ প্রামাণিক বলেন, "গোটা উত্তরবঙ্গের বাজের কলকাতার একটা ফ্লাই ওভারের বরাদ্দের কম। দীর্ঘ দিন ধরেই উত্তরবঙ্গ উন্নয়ন থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিরা কখনওই জনগণের আবেগককে উপেক্ষা করতে পারেন না।"

তাহলে কী তিনি বাংলা ভাগের পক্ষে? জবাবে কৌশলী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, "আমি জনগণের আবেগকে গুরুত্ব দি। দনগণের আবেগ যেদিকে আমিও সেই পথেই।"

আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি, চিকিৎসা পরিষেবার হাল জানতে চেয়ে রাজ্যকে হুঁশিয়ারি শুভেন্দুর

বিজেপি সাংসদদের পৃথক উত্তরবঙ্গের দাবির প্রবল বিরোধী শাসক রাজ্যের দল তৃণমূল। বাংলা ভাগ উস্কানির দায়ে পদ্ম ফুলের উপর ঠেলে দিচ্ছে জোড়া-ফুল শিবির। এ দিন নিশীথ প্রামাণিকের বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্যে সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, "তৃণমূলের থেকে বিজেপিতে গিয়েই ওঁর পৃথক রাজ্যের কথা মনে হল। উনি তাল-জ্ঞান হারিয়েছেন।"

জন বার্লার পর সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতিও বঞ্চনার তত্ত্বকে সামনে রেখে পৃথক উত্তরবঙ্গের দাবিকে সমর্থন করেছিলেন। বাংলা ভাগ পরিস্থিতির দায়ে মুখ্যমন্ত্রীর উপরই দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, তাঁর মন্তব্য নিয়ে বঙ্গ বিজেপির অভ্যন্তরেই বিতর্ক দেখা দেয়। সাসংদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা রাহুল সিনহা প্রাকাশ্যেই রাজ্য ভাগের বিরোধীতা করেন। এর ২৪ ঘন্টার মধ্যেই বঙ্গভঙ্গ নিয়ে ভোলবদল করেন দিলীপ ঘোষ। বলেন, "পৃথক রাজ্যের কথা কেউ বলেনি। বিজেপি অখণ্ড বাংলার পক্ষে।"

এরপরই তাৎপর্যপূর্ণভাবে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পৃথক রাজ্য প্রসঙ্গে কৌশলী মন্তব্য করলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp west bengal politics north bengal Kunal Ghosh Nishith Pramanik
Advertisment