scorecardresearch

২৪-এ মোদীকে হারাতে চান নীতীশ, সব বিরোধীকে জোটে আহ্বান জেডি (ইউ) সুপ্রিমোর

প্রাক্তন উপপ্রধানমন্ত্রী দেবী লালের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রায় সব বিরোধী নেতারাই যোগ দিয়েছিলেন।

Nitish kumar
সভায় বক্তব্য রাখছেন নীতীশ।

যেমন বলা, তেমনি কাজ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য পুরোদস্তুর মাঠে নেমে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সংযুক্ত জনতা দল বা জেডি (ইউ)-এর এই নেতা আগেই সব বিরোধী দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের ছাতার তলায় বিরোধীদের জোটবদ্ধ করতে পুরোদস্তুর মাঠে নেমেও পড়েছেন নীতীশ। আগেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবার হরিয়ানায় বিরোধীদের সভায় তিনি সব বিরোধীকে একজোট হওয়ার আহ্বানও জানালেন।

হরিয়ানার ফতেহাবাদে আয়োজিত এই সভায় নীতীশের পাশাপাশি এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) প্রধান ওমপ্রকাশ চৌতালা যোগ দিয়েছিলেন। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী দেবী লালের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। যা আসলে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একত্রিত হওয়ার মঞ্চ হয়ে ওঠে।

সমাবেশে প্রবীণ রাজনীতিবিদ দেবী লালের সঙ্গে কাটানো তাঁর মুহূর্তগুলোর কথা স্মরণ করে নীতীশ কুমার বলেন, ‘আমি সেই দিনগুলো কখনও ভুলতে পারি না। সেই সময় আমি ছোট ছিলাম। দেবীলাল আমাকে নির্দেশ দিলেন ও অনুপ্রাণিত করতেন। এদেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে কোনও লড়াই নেই। বিজেপিই শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়ে এই লড়াই বাধাচ্ছে।’

আরও পড়ুন- বড় বিপদের আঁচ ! কানাডায় ভারতীয়দের সতর্ক থাকতে বলছে বিদেশ মন্ত্রক, কিন্তু কেন?

সমস্ত বিরোধী দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে সভায় নীতীশ কুমার বলেন, ‘যদি এই সমস্ত দল একত্রিত হয়, তবে তারা (বিজেপি) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোটেও জিততে পারবে না। আমি শরদ পাওয়ারের সঙ্গে এনিয়ে দীর্ঘসময় কথা বলেছি। কংগ্রেসকেও অনুরোধ করেছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি ওমপ্রকাশ চৌতালার আশীর্বাদ চাই। তাঁকে অনুরোধ করব যে তিনি যেন আরও বেশি বিরোধী দলকে একত্রিত করেন।’

সভায় আরজেডি নেতা এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অভিযোগ করেন যে বিজেপি জোট রাজনীতিতে অক্ষম। তেজস্বী বলেন, ‘একটা সময় সংযুক্ত জনতা দল বা জেডি(ইউ), শিরোমণি অকালি দল (এসএডি) এবং শিবসেনা বিজেপির সঙ্গে এনডিএর শরিক ছিল। কিন্তু, বিজেপি জোটের শরিকদেরও ধ্বংস করে দিতে চায়। তাই সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে এই দলগুলো বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ত্যাগ করেছে।’

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Nitish kumar at opposition meet in haryana