Advertisment

Bihar CM: পদত্যাগের পর ফের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এই নিয়ে নয় বার শপথগ্রহণ

Bihar Sworn-In: নীতীশ কুমারের নেতৃত্বাধীন নতুন সরকারে মোট আট নেতা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার মধ্যে বিজেপি থেকে তিন জন শপথ নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Nitish Kumar, Bihar CM

CM Nitish: রবিবার রাজভবনে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। (ছবি- স্ক্রিন গ্র্যাব)

Bihar Politics-Nitish Kumar News: রবিবার বিহারের রাজভবনে এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। আরজেডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নীতীশ ফের সরকার গড়লেন বিজেপির সঙ্গে। এই নিয়ে তিনি নবমবারের মত বিহারের মুখ্যমন্ত্রী হলেন। বিজেপির পক্ষ থেকে শপথ গ্রহণ করলেন দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয়কুমার সিনহা। এছাড়াও বিজেন্দ্রপ্রসাদ যাদব, সন্তোষকুমার সুমন, শ্রাবণ কুমার-সহ আরও ছয় মন্ত্রীও রবিবার শপথ গ্রহণ করেছেন।

Advertisment

তার আগে রবিবার সকালেই নীতীশ কুমার বিহারের মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র জমা দেন বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে। বিহারের রাজ্যপাল এনডিএ সরকার গঠনের দাবি মেনে নেন। এরপরই রবিবার বিকেল ৫টায় নতুন বিহার সরকার শপথগ্রহণ করে। বিকেলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক বিনোদ তাওড়ে।

নীতীশ পদত্যাগ করার কিছুক্ষণ পরেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেডি (ইউ) প্রধানকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। রাজভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নীতীশ জানান, মহাগঠবন্ধন কোনও কাজ করতে না-পারায় তিনি বিরোধীদের 'ইন্ডিয়া' জোট ছাড়লেন। নীতীশ আরও জানান, নতুন জোট গঠন করা হবে। নীতীশের এই জোটত্যাগ ইতিমধ্যেই 'ইন্ডিয়া' জোটে একটি অস্থিরতা তৈরি করেছে। 'ইন্ডিয়া' জোটে থাকা বেশ কয়েকটি বিরোধী দল নীতীশের সমালোচনা করেছে।

হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) সভাপতি সন্তোষকুমার সুমন নীতীশ কুমারের নেতৃত্বাধীন নতুন বিহার সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি ও বিধান পরিষদ সদস্য (এমএলসি) সম্রাট চৌধুরীও রবিবার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। চৌধুরীকে রবিবার বিজেপির আইনসভা দলের নেতা নির্বাচিত করা হয়েছে। যা তাঁর বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেছে। এই শপথ অনুষ্ঠানে উপস্থিত তড়িঘড়ি পাটনায় পৌঁছন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ান।

নীতীশ কুমারের নেতৃত্বাধীন নতুন সরকারে মোট আট নেতা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার মধ্যে বিজেপি থেকে তিন জন শপথ নিয়েছেন– সম্রাট চৌধুরী, বিজয়কুমার সিনহা ও প্রেম কুমার। জেডিইউ থেকে শপথ নিয়েছেন তিন জন- বিজয়কুমার চৌধুরী, বিজেন্দ্রপ্রসাদ যাদব ও শ্রাবণ কুমার। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) সভাপতি সন্তোষ কুমার সুমন এবং নির্দল বিধায়ক সুমিতকুমার সিং-ও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আরও পড়ুন- বিরাট চমক সরকারের, ফেব্রুয়ারিতেই অভিন্ন দেওয়ানি বিধি, কী ঘটছে উত্তরাখণ্ডে?

Politics RJD JDU CONGRESS bihar Governor bjp
Advertisment