বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জেডি(ইউ) বিধায়কদের নিয়ে এক বৈঠক করছেন। নীতীশের NDA-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা বেড়েই চলেছে। সূত্রের খবর আজই তিনি আরজেডির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করবেন এবং বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের দাবি জানাবেন। বৈঠকের পরে, নীতীশ পদত্যাগ জমা দিতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবেন বলেই জানা গিয়েছে। বিজেপিও তাদের সব বিধায়ক ও সাংসদের বৈঠক ডেকেছে।
জানা গিয়েছে, বিজেপির দেওয়া যাবতীয় শর্ত মেনে নিয়েছে নীতীশ কুমার। আরজেডি তার পক্ষ থেকে সরকার গঠনের দাবি না জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তেজস্বী যাদব তার বিধায়কদের বলেছেন যে তাদের তাদের সমর্থকদের কাছে এটা স্পষ্ট করে দিতে হবে যে নীতীশই জোটকে "পরিত্যাগ" করছেন - এবং আরজেডির এতে কিছুই করার ছিল না।
এদিকে, নীতীশের NDA-তে যোগ দেওয়ায় সমস্যা বাড়বে ইণ্ডিয়া জোটের। সকলের নজর আজ পটনায়। কিছুক্ষণের মধ্যেই বিহারের মহানাটকের অবসান হতে চলেছে। NDA-তে ঘরওয়াপসি না কি জোটের সঙ্গেই থাকছেন নীতীশ কিছু সময়ের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তিনি। বেলা ১২টা নাগাদ রাজভবনে যেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী।
বিহারের রাজনীতিতে চলছে টালমাটাল পরিস্থিতি। RJD এবং JDU-জোটের ভবিষ্যৎ ঝুলে রয়েছে নীতীশ কুমারের সিদ্ধান্তের উপর। সকলেই মনে করছেন রবিবার দুপুরের মধ্যেই সমস্ত জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর, NDA জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সুশীল মোদীকেই নিজের ডেপুটি পদে বসাতে চলেছেন নীতীশ।
সনিয়া গান্ধী থেকে শুরু করে খাড়গে নীতীশ কুমারকে একাধিকবার ফোন করার চেষ্টা করলেও তিনি ধরেননি। জয়রাম রমেশ জানিয়েছে, কংগ্রেস সভাপতি কোনওভাবেই নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এদিকে, মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলেছেন। তবে নীতীশের মাথায় কী চলছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুখ্যমন্ত্রী সম্ভবত তাঁর দলের বিধায়কদের একটি বৈঠকে ভাষণ দেবেন। রবিবার সকাল ১০টা নাগাদ রাজভবনে যাওয়ার আগে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন।
এক প্রবীণ আরজেডি নেতা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন: “আমরা নীতীশ কুমারকে কোনও অজুহাত দেব না। তিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমরা কোনও কিছুর জন্য দোষ দিচ্ছি না। আমরা সরকার গঠনের দাবি করতে যাচ্ছি না। আমরা নীতীশের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।”
এসবের মধ্যেই বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার আজই পাটনা সফরের যাচ্ছেন। ২৮ জানুয়ারি বিকেল তিনটের একটি বিশেষ ফ্লাইটে পাটনায় পৌঁছাবেন। এরপর সাড়ে চার ঘণ্টা পাটনায় থাকবেন জেপি নাড্ডা। এরপর সন্ধ্যা ৭.৩০ মিনিটে একই বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা হবেন জেপি নাড্ডা।