এনডিএ-র সঙ্গে সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মোদীর সঙ্গে দেখা করার পরই নীতীশ সাফ জানিয়েছেন 'আর কখনও এনডিএ-এর হাত ছাড়ব না'। ইন্ডিয়া জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে এনডিএ-এর সঙ্গে সরকার গড়েই রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
পাটনায় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে নীতীশ রাহুলকে নিশানা করে বলেন, ‘রাহুল গান্ধী জাত শুমারির মিথ্যা কৃতিত্ব নিচ্ছেন’। আর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর নীতীশ বলেন, '২ বার এনডিএ ছেড়েছি কিন্তু আর কখনও এমন কাজ করব না'। একই সঙ্গে নীতীশ কুমার বলেন, "আমার পূর্ণ আস্থা আছে যে রাজ্যের এনডিএ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের শিখর স্পর্শ করবে,"।
নয়া সরকারের লক্ষ্য রাজ্যের মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়া একথা জানিয়ে নীতীশ বলেন, "এনডিএ জোটের সঙ্গে বিহারে একটি নতুন সরকার গঠন করা হয়েছে। জনগণই প্রধান এবং তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এনডিএ জোট সরকার গঠনের ফলে রাজ্যে, উন্নয়নের কাজ আরও গতি পাবে এবং রাজ্যের জনগণ একাধিক সুযোগ-সুবিধা ভোগ করবেন"।
মোদীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, মুখ্যমন্ত্রী ২০১৩ সালে এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে ১৯৯৫ সাল থেকে বিজেপির সঙ্গে তাঁর নিবিড় যোগসূত্রের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি নীতীশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও আলোচনা করেন।
নীতীশ কুমারের সাথে তাঁর সাক্ষাতের বিষয়ে নাড্ডা বলেন, "রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে"। তিনি "পূর্ণ আস্থা" ব্যক্ত করেছেন যে "এনডিএ সরকারের আমলে রাজ্যের উন্নয়ন নতুন উচ্চতা স্পর্শ করবে"। উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারি নীতীশ কুমারের নেতৃত্বে নবগঠিত এনডিএ সরকারকে বিহার বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।