/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ie-Nitish.jpeg)
শুক্রবার নয়াদিল্লিতে জেডি(ইউ) জাতীয় কার্যনির্বাহী সভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। (এক্সপ্রেস ছবি)
জেডিইউ কার্যনির্বাহী বৈঠকে বড় পরিবর্তন। সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন লালন সিং, ফের দলীয় প্রধান হলেন নীতীশ কুমার।
লোকসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতে, জনতা দল (ইউনাইটেড) শুক্রবার দলের সভাপতি লালন সিং পদত্যাগ করেছেন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নতুন প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দলের জাতীয় কার্যনির্বাহী সভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জেডি(ইউ) সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতা কেসি ত্যাগী।তথ্য অনুযায়ী, কার্যনির্বাহী বৈঠকে জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতির পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং নিজেই।
VIDEO | "Lalan Singh has resigned as the party's national president, because he has to contest the Lok Sabha polls, for which he doesn't get time. Keeping this in mind, he has resigned and proposed the name of Nitish Kumar (for party president) and CM has accepted it," says JD(U)… pic.twitter.com/ZMfpQiI4SO
— Press Trust of India (@PTI_News) December 29, 2023