/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ie-collage_43819d.jpg)
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (বাঁয়ে) এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। (ফাইল ছবি/ এক্সপ্রেস ছবি পার্থ পাল)
এনডিএ-র সঙ্গে সরকার গঠনের পর প্রথমবারের মতো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাল্টা আঘাত করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনায় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে নীতীশ রাহুলকে নিশানা করে বলেন, 'রাহুল গান্ধী জাত শুমারির মিথ্যা কৃতিত্ব নিচ্ছেন'। পাশাপাশি তিনি বলেন, 'এটা নিয়ে কেউ যদি নিজের কৃতিত্ব বলে দাবি করে তাহলে এখন তার কোনো মানেই নেই'।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার দাবি করেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহাজোটের চাপে জাত শুমারির নির্দেশ দিয়েছিলেন। তার ভারত জোড়া ন্যায় যাত্রার অংশ হিসাবে পূর্ণিয়া জেলায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, রাহুল গান্ধী বারবার দল পরিবর্তন করার জন্য কুমারকেও কটাক্ষ করেছিলেন। পাশাপাশি খোঁচা দিয়ে বলেছিলেন, যখনই "একটু চাপ আসে এবং (তিনি) ইউ-টার্ন নিয়ে নেন।"
আরও পড়ুন : < Terrorist attacks: ভয়াবহ জঙ্গি হামলা, গুলির লড়াইয়ে মৃত ৯ জঙ্গি সহ ১৫ >
রাহুল তাঁর ভাষণে বলেন, “মহাজোট বিহারে সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করবে। এর জন্য আমাদের নীতীশ কুমারের দরকার নেই, আমাদের তাকে একেবারেই দরকার নেই।" রাহুল তার প্রায় আধঘণ্টার বক্তৃতায় বলেছিলেন, "আমাদের লক্ষ্য সামাজিক এবং অর্থনৈতিকভাবে ন্যায়বিচার নিশ্চিত করা"।
সমাবেশের পরপরই, রাহুল 'এক্স'-এ একটি পোস্টে লিখেছেন, "সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার আজ সময়ের প্রয়োজন এবং জাতিশুমারি সেই দিকে প্রথম পদক্ষেপ। বিজেপি চায় না এই ধরণের কোন কাজ, কারণ এটা দেশ পরিচালনায় সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণের বিরুদ্ধে। আমরা নীতীশ জিকে স্পষ্ট বলেছিলাম যে আপনাকে বর্ণ শুমারি করতে হবে, আমরা আপনাকে এই বিষয়ে কোনও শিথিলতা দেব না"।