/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_b59a76.jpg)
পদত্যাগ করলেন নীতীশ কুমার।
বিহারে মহাজোট সরকারের পতন। পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। বিজেপির সঙ্গে এবার সরকার গড়তে চলেছেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নীতীশ কুমার। নীতীশ মহাজোট ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছেন। আজই নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি।
Bihar CM and JD(U) president Nitish Kumar meets Governor at Raj Bhavan; tells him - We have decided to sever ties with the mahagathbandhan in the state. pic.twitter.com/qtO0zH1jAB
— ANI (@ANI) January 28, 2024
নীতীশ কুমার রবিবার সকালে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সাথে দেখা করেন এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আজই তিনি বিজেপির সঙ্গে সরকার গঠন করবেন বলে আশা করা হচ্ছে। বিহারে গত তিন দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। রবিবার সকাল ১১টা নাগাদ রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এই সময় নীতীশ বিজেপিকে সমর্থনের চিঠি দিয়ে রাজ্যে সরকার গঠনের দাবিও জানিয়েছেন। জেডিইউ সভাপতি নীতীশ কুমার বলেছেন- 'আজ আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি এবং রাজ্যপালকে রাজ্যের সরকার ভেঙে দিতে বলেছি'।
"Today, I have resigned as the Chief Minister and I have also told the Governor to dissolve the government in the state," says JD(U) president Nitish Kumar pic.twitter.com/uDgt6sbBO3
— ANI (@ANI) January 28, 2024
অষ্টমবারের মতো মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন নীতীশ কুমার। নবমবারের জন্য আবারও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। তৃতীয়বার বিজেপির সঙ্গে সরকার গড়তে চলেছেন তিনি। রবিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। বিজেপির সমর্থনে সন্ধ্যায় ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। তিনি রবিবার সকালে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সাথে দেখা করেছেন এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার গঠনের দাবি জানিয়েছেন। বিজেপির একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, 'আজই বিহারের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে'। নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরপরই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
নীতীশের বিরুদ্ধে আক্রমণে কংগ্রেস
নীতীশ কুমারকে কড়া আক্রমণ করেছে কংগ্রেস। জয়রাম রমেশ নীতীশের পদত্যাগের পর বলেছেন, নীতীশ কুমার, যিনি ঘন ঘন রাজনৈতিক রঙ বদল করছেন বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দেবে। এটা খুব স্পষ্ট যে প্রধানমন্ত্রী এবং বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পাচ্ছেন এবং সেখান থেকে দৃষ্টি সরাতে এই 'রাজনৈতিক নাটক' তৈরি করা হয়েছে।
বিজেপি বিধায়ক দলের বৈঠকে কী সিদ্ধান্ত হল?
সম্রাট চৌধুরী বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। নীতীশ কুমার রবিবার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার আগে, বিজেপি বলেছে যে তারা নীতীশ কুমারের জেডি(ইউ) এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে রাজ্যে সরকার গঠন করবে। রবিবার বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পদত্যাগপত্র তুলে দিয়েছেন নীতীশ কুমার।