Advertisment

Nitish Kumar’s flip-flop: গিরগিটির মত রঙবদল, কংগ্রেসের আক্রমণের পাল্টা মোদীর শুভেচ্ছা, ইন্ডিয়া জোটকে ছিঃ ছিঃ নীতীশের

প্রধানমন্ত্রী মোদী জেডি(ইউ) প্রধানকে তাঁর এই পদক্ষেপের জন্য অভিনন্দন জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Nitish Kumar resigns

JD(U) প্রধান নীতীশ কুমার রবিবার RJD এবং কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আবার NDA ভাঁজে ফিরে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। (পিটিআই)

বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছেন নীতীশ কুমার। আজ বিকেলেই NDA-এর সঙ্গে জোট সরকার গঠন করবেন নীতীশ। জানা গিয়েছে নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। আজ বিকেল ৫টায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন দুই উপ-মুখ্যমন্ত্রী সহ ছয় মন্ত্রীও।

Advertisment

এদিকে NDA-তে যোগ দিতেই নীতীশকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতীশ কুমার নিজেই RJD এবং কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি তিনি ইণ্ডিয়া জোটের সঙ্গেও সকল সম্পর্ক ছিন্ন করেছে। তিনি পদত্যাগের পর সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে জানান, 'ইণ্ডিয়া জোটের জন্য আমি সব কিছু করেছি। কিন্তু কোন কিছুই ঠিকমত চলছিল না। আমি আজ পদত্যাগ করেছি। রাজ্যপালকে আমি এই সরকার ভেঙে দিতে বলেছি। আমাকে এই পদক্ষেপ করতে হল কারণ সবকিছু ঠিকঠাক ছিল না। সাংবাদিকরা আমাকে এর মাঝে অনেক প্রশ্ন করছিলেন। তবে আমি সেই সব নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমার দল, এবং আরও বহু দিক থেকে অনেকের নানা মতামত আমার কানে আসছিল। আমি তাঁদের সকলের বক্তব্য শুনেছি। তাই আমি আজ পদত্যাগ করেছি।'

নীতীশের পদক্ষেপের পরে, প্রধানমন্ত্রী মোদী নীতীশকে অভিনন্দন জানিয়েছেন। এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন যে সমস্ত বিজেপি বিধায়ক সর্বসম্মতভাবে বিহারে জেডি (ইউ) এবং অন্যান্যদের সাথে এনডিএ সরকার গঠনের প্রস্তাব পাস করেছেন। “এটি রাজ্যের জনগণের কল্যাণের জন্য। সম্রাট চৌধুরী বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন, বিজয় সিনহা উপনেতা নির্বাচিত হয়েছেন"।

এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন, “তেজস্বী যাদব এবং লালু প্রসাদ যাদব এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এবং আজ তা সত্য বলে প্রমাণিত হয়েছে। জয়রাম রমেশও বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন যে তিনি গিরগিটির মতো রঙ পরিবর্তন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস যৌথভাবে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করবে। এই পদক্ষেপের নিন্দা করে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতও।

লোকসভা ভোটের পরে এনডিএ জোট ছয় মাসের বেশি টিকবে না: প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর দাবি করেছেন যে বিহারে নতুন এনডিএ জোট লোকসভা নির্বাচনের পরে ছয় মাসের বেশি টিকবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আগামী বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমার আবার ডিগবাজি খাবেন।

Nitish Kumar
Advertisment