Advertisment

'ইন্ডিয়া' জোটের কাজকর্মে তিতিবিরক্ত নীতীশ, একতরফাভাবে ধুয়ে দিলেন কংগ্রেসকে!

জোটসঙ্গীর প্রতি কেন বেসুরো বিহারের মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
Nitish Kumar said not much work being done for INDIA alliance Congress more interested in five state election , ইন্ডিয়া জোটে খুব বেশি কাজ হচ্ছে না কংগ্রেসে পাঁচ রাজ্যের নির্বাচনেই বেশি আগ্রহী দাবি নীতীশ কুমারের

সনিয়া গান্ধী, নীতীশ কুমার, রাহুল গান্ধী।

বিজেপিকে হারাতে ঘটা করে 'ইন্ডিয়া' জোটের ঘোষণা করেছে বিরোধী দলগুলো। জোটের বয়স সবেমাত্র মাস তিনেক। এরমধ্যেই যেন এই জোটে মোহভঙ্গ হতে শুরু করেছে অন্যতম শরিক জেডিইউ নেতা নীতীশ কুমারের। পদ্ম বাহিনীকে হারাতে বিহারে জেডিইউ-য়ের জোটসঙ্গী কংগ্রেসের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী!

Advertisment

কেন ক্ষুব্ধ নীতীশ?

'বিজেপি হঠাও দেশ বাঁচাও', এই দাবিতে বৃহস্পতিবার পাটনায় সভা ছিল সিপিআই'য়ের। সেখানেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই মঞ্চ থেকেই বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছে তাঁর মুখে। বলেছেন, 'আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি, তাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং যারা ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করছে তাদের কাছ থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছি। এর জন্য, পাটনা এবং অন্যত্র মিটিং করা হয়েছিল। তারপরই ইন্ডিয়া জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখনও সেই জোটে খুব বেশি কাজ হয়নি। পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচন নিয়ে বেশি আগ্রহী কংগ্রেস।'

নীতীশের দাবি, 'ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে কাজ করছিলাম। বিরোধী সর্ববৃহৎ দল হওয়ায় এই জোট পোক্ত করতে কংগ্রেসকে বেশি দায়িত্ব নিতে হবে। কিন্তু কংগ্রেস নেতৃত্ব এখনই এসব নিয়ে চিন্তিত নন। তাঁরা এখন পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত। ওঁরা জানিয়েছেন যে, পাঁচ রাজ্যের নির্বাচনের পর তাঁরা নিজেরাই সকলকে ডাকবেন।'

এদিন বিজেপিকে নিশানা করে নীতীশ কুমার বলেছেন, 'দেশের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে কেন্দ্রের সরকারের কোনও সম্পর্ক নেই। তারা স্বাধীনতা সংগ্রাম এবং মহাত্মা গান্ধীকে ভুলে যেতে চায়।'

বিজেপি বিরোধী দলগুলো জোটবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে নীতীশ কুমারকে। ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকও হয়েছিল পাটনায়। মুম্বইতে এই জোটের দ্বিতীয় বৈঠক হয়েছিল। সেখানেই এনডিএ বিরোধী জোটের নামকরণ হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভালপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স।

CONGRESS opposition india alliance Nitish Kumar JDU
Advertisment