Advertisment

Nitish Kumar: রবিবারই বিজেপির সমর্থনে কুর্সিতে নীতীশ? ফের পালাবদলের জল্পনার মাঝে ইন্ডিয়া জোটে বিরাট জট

জেডি(ইউ) সূত্র জানিয়েছে, রবিবার বিজেপির সমর্থনে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।

author-image
IE Bangla Web Desk
New Update
Nitish Kumar

নীতীশ কুমার এনডিএ-তে ফিরছেন তা নিয়ে বৃহস্পতিবার থেকেই জল্পনা চলছে। (ছবি: পিটিআই)

বিহারে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বড় খবর। বিজেপির সঙ্গে নীতীশ কুমারের চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর আজ রাতের মধ্যে যে কোনও সময় রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন নীতীশ কুমার।

Advertisment

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনডিএ সরকারের পুরনো ফর্মুলার মেনে আবারও বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন নীতীশ কুমার। একই সঙ্গে বিজেপির কোটা থেকে দুজন উপমুখ্যমন্ত্রীর নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। নীতীশ কুমারের ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদীকে উপমুখ্যমন্ত্রী করা নিয়েও চলছে চূড়ান্ত আলোচনা। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হিসাবে "কমবেশি চূড়ান্ত" হয়ে গিয়েছে। জেডি(ইউ) সূত্রে খবর, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুশীল কুমার মোদী। পাশাপাশি রবিবারই হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান বলেও জানা গিয়েছে।

বৃহস্পতিবার আরজেডি এবং জেডি (ইউ), পৃথক বৈঠক করেছে যখন বিজেপি রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী বিজেপির শীর্ষ নেতাদের সাথে আলোচনা করতে দিল্লি চলে গেছেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রেণু দেবী। যদিও RJD এই ধরনের কোনো সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। বিজেপির পক্ষে, অন্তত তিনজন রাজ্য নেতা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন দলের জন্য এটি একটি জয়। কারণ এটি কেবল বিজেপির মনোবল বাড়াবে তাই নয়, জাতীয় পর্যায়ে ইন্ডিয়া জোটকেও দুর্বল করবে।

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আরজেডির ৭৯ জন বিধায়ক রয়েছেন এরপর বিজেপির ৭৮ জেডি(ইউ)-এর ৪৫টি, কংগ্রেসের ১৯টি, সিপিআই (এমএল)-এর ১২টি, সিপিআই(এম) ও সিপিআই-এর দুটি করে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) চারটি আসন এবং এআইএমআইএম একটি, এছাড়াও একজন স্বতন্ত্র বিধায়ক রয়েছেন।

Nitish Kumar
Advertisment