/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/Nitish-Kumar-Modi.jpg)
চব্বিশে মোদীর প্রতিপক্ষ হতে চলেছেন নীতীশ?
'সাওন কা মাহিনায়' বিহারে পালাবদল! পাঁচ বছর পর মগধে ফের চাচা-ভাতিজার সরকার। আজ, বুধবার মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন নীতীশ কুমার। এই নিয়ে রেকর্ড আটবার। দুপুর দুটো নাগাদ রাজভবনে শপথ নেন নীতীশ এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তেজস্বী দ্বিতীয়বার নীতীশের ডেপুটি হলেন। দুবছর ছিলেন সেই পদে। ২০১৭ সালে মহাজোটের সরকার ভেঙে গিয়েছিল। দুর্নীতির অভিযোগ ওঠায় তেজস্বীকে উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন নীতীশ। তেজস্বী রাজি না হওয়ায় জোট ভেঙে বেরিয়ে আসেন নীতীশ। পাঁচ বছর পর বিজেপির সঙ্গত্যাগ করে ফের তেজস্বীর হাত ধরলেন নীতীশ। আজ ফের বিহারের মসনদে 'চাচা-ভাতিজা'।
Nitish Kumar takes oath as Bihar CM for 8th time, after he announced a new "grand alliance" with Tejashwi Yadav's RJD & other opposition parties pic.twitter.com/btHWJURsul
— ANI (@ANI) August 10, 2022
মঙ্গলবারই এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ কুমার। ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে। এর পর তেজস্বীকে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে জোট সরকার গড়ার আবেদন জানান। পাঁচ বছর পর মহাগটবন্ধনে নীতীশের ফেরা নিয়ে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, "এটা ২০১৭-২০২০ সালের জনাদেশের ঘরওয়াপসি। নয়া সরকার শপথ নিচ্ছে সেটা বলা শুধু ভুল হবে।"
It's not only a Govt that'll take oath, it's 'ghar wapasi' of 2017-2020 mandate. It's very important, especially in an era where BJP has decided to mangle democratic values - that only they would remain. #Bihar gave a message. It's an oath of people of Bihar: RJD RS MP Manoj Jha pic.twitter.com/2MUOi4dDqd
— ANI (@ANI) August 10, 2022
এদিকে, নীতীশকে স্বভাবগত বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছে বিজেপি। বুধবার পাটনার বিভিন্ন জায়গায় 'নীতীশ কুমার মুর্দাবাদ' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। জেলায় জেলায়, ব্লকে ব্লকে বিজেপি কর্মীদের প্রতিবাদ-বিক্ষোভ দেখানোর নির্দেশ দিয়েছে হাইকমান্ড। এর আগে ২০১৫ সালে নীতীশ লালুর সঙ্গে জোট করে সরকারে আসেন। তখনও বিশ্বাসঘাতক বলেছিল বিজেপি। তারপর ২০১৭ সালে বিজেপির হাত আবার ধরেন নীতীশ। এবার পাঁচ বছর পর ২০১৫র পুনরাবৃত্তি করলেন নীতীশ কুমার।
#WATCH | Bharatiya Janata Party leaders in Patna raise slogans of 'Nitish Kumar murdabad' after he broke alliance with the party, and formed a 'Mahagathbandhan' for a new government#Biharpic.twitter.com/TkhIpEjiXl
— ANI (@ANI) August 10, 2022
প্রসঙ্গত, ২০২০ সালে বিহারে নীতীশের নেতৃত্বে ফের ক্ষমতায় আসে এনডিএ সরকার। কিন্তু নীতীশ কুমারের দল সংযুক্ত জনতা দলের আসন অনেক কমে যায়। উল্টোদিকে বিজেপির আসন অনেক বাড়ে। যেহেতু এনডিএ নীতীশকে নেতা করেই নির্বাচনে লড়েছিল তাই তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু নির্বাচনের আগে থেকেই একেবারে স্বস্তিতে ছিলেন নীতীশ, এমনটা তাঁর ঘনিষ্ঠ মহল অনেক বার বলেছে।
আরও পড়ুন কেন NDA ছাড়লেন নীতীশ, এই ৬টি কারণেই বিজেপি-জেডি(ইউ) বিচ্ছেদ
তার অন্যতম কারণ, চিরাগ পাসওয়ান এবং তাঁর লোক জনশক্তি পার্টি। নীতীশের দৃঢ় বিশ্বাস ছিল জনতা দলকে চাপে রাখতেই চিরাগ এবং এলজেপিকে ব্যবহার করেছিল বিজেপি। যখন ভোটবাক্সে দেখা গেল, ভোট কাটাকাটির জন্য জনতা দলের আসন কমেছে, তখন বিশ্বাস আরও দৃঢ় হয় নীতীশের। একেবারেই মুখ্যমন্ত্রী হতে চাননি তিনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে তিনি মুখ্যমন্ত্রী হন। তা সত্ত্বেও একেবারেই স্বস্তিতে ছিলেন না নীতীশ। গত এক বছরে এনডিএ জোটের দুই দলের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছয়। যেটা দুবছরের মাথায় বিজেপি-জেডিইউ বিচ্ছেদের অন্যতম কারণ, বলছেন নীতীশ ঘনিষ্ঠরা।