scorecardresearch

বিরোধী ঐক্যে বিরাট বার্তা, আজই রাহুল-খাড়গের সঙ্গে বৈঠক নীতীশ কুমারের

নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করতেই কী আজ মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করবেন নীতীশ কুমার?

Nitish Kumar, Tejashwi Yadav to meet Mallikarjun Kharge, Rahul Gandhi today

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব আজ কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করবেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে পরিকল্পনা নির্ধারণে বিজেপির বিরুদ্ধে আসরে নেমেছে বিরোধী শিবির। বিহারের দুই শীর্ষ নেতাই একদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। এমন আবহে রাজনৈতিক শিবিরের প্রশ্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করতেই কী আজ মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করবেন নীতীশ কুমার। এদিকে কংগ্রেস সূত্রে খবর আজকের এই বৈঠকে হাজির থাকতে চলেছেন রাহুল গান্ধীও।

বিরোধী ঐক্যের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরে, বিশিষ্ট নেতাদের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর বৈঠক অব্যাহত রয়েছে। আজ সোমবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজকের এই বৈঠকে নীতীশের সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও উপস্থিত থাকবেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগের দিন (২১ মে) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। ১২ এপ্রিল থেকে এখন পর্যন্ত নীতীশ কুমার এবং তেজস্বী যাদব অনেক বিশিষ্ট বিরোধী নেতার সঙ্গে দেখা করেছেন। নীতীশ প্রথমে কংগ্রেস সভাপতি খাড়গের সঙ্গে দেখা করেন এবং কংগ্রেসের তরফে  সবুজ সংকেত পেয়ে বিরোধী ঐক্যের জন্য বৈঠক শুরু করেন।

আগের দিন (২১ মে) অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করেন নীতীশ কুমার। এই সময়, নীতীশ কুমার প্রশাসনিক পরিষেবাগুলির উপর নিয়ন্ত্রণের ইস্যুতে কেন্দ্রের সঙ্গে আম আদমি পার্টি সরকারের দ্বন্দ্বে তাকে “পূর্ণ সমর্থন” দেওয়ার আশ্বাস দেন। এই সময় বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।  

নীতীশ কুমার ২১ এপ্রিল সিনিয়র কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের সাথে দেখা করেছিলেন, তারপরে তিনি 24 এপ্রিল কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। অন্যদিকে, ৯ মে নীতীশ কুমার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ১০ মে রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেন। ১১ মে মুম্বাইতে, নতীশ এনসিপি সভাপতি শরদ পাওয়ার এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Nitish kumar tejashwi yadav to meet mallikarjun kharge rahul gandhi today