Advertisment

কংগ্রেসের সঙ্গে জোট নয়, রাজস্থান-মধ্যপ্রদেশের ভোট নিয়ে জানিয়ে দিলেন মায়াবতী

"আমার বিশ্বাস সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী কংগ্রেস-বিএসপি জোটের ব্যাপারে সত্যিই চেষ্টা করেছিলেন। তবে কংগ্রেসের কিছু নেতারা এ ব্যাপারে অন্তর্ঘাত ঘটিয়েছেন।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী (ফাইল ফোটো)

রাজস্থান মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোটের সম্ভাবনা নাকচ করে দিলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। বুধবার তিনি জানিয়েছেন, সোনিয়া এবং রাহুল গান্ধীর ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু কংগ্রেস নেতার বিরোধিতার কারণেই জোট হচ্ছে না, ফলে বিধানসভা ভোটে একাই লড়বে তাঁর দল।

Advertisment

সংবাদসংস্থা এ এন আই-কে তিনি জানিয়েছেন, ‘‘কংগ্রেস উদ্ধত হয়ে উঠেছে, এবং তাদের ভুল ধারণা জন্মেছে যে তারা নিজেরাই বিজেপি-কে পরাস্ত করতে পারবে, কিন্তু বাস্তব হল মানুষ এখনও কংগ্রেসকে তাদের ভুল এবং দুর্নীতির জন্য ক্ষমা করেনি... ওরা মনে হয় এখনও নিজেদের শোধরাতে প্রস্তুত নয়।’’

আরও পড়ুন, জম্মু-কাশ্মীর পুরভোট: প্রার্থীদের নামই গোপন রাখা হচ্ছে নিরাপত্তার স্বার্থে

বিজেপি-র মত কংগ্রেসও বিএসপি-কে শেষ করতে চায় বলে অভিযোগ করেছেন মায়াবতী।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে কংগ্রেসের সঙ্গে ভোট বোঝাপড়া না হওয়ার জন্য দায়ী করেছেন তিনি।

"আমার বিশ্বাস সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী কংগ্রেস-বিএসপি জোটের ব্যাপারে সত্যিই চেষ্টা করেছিলেন। তবে কংগ্রেসের কিছু নেতারা এ ব্যাপারে অন্তর্ঘাত ঘটিয়েছেন।"

দিগ্বিজয়কে বিজেপি-র এজেন্ট বলে আখ্যা দিয়ে মায়াবতীর দাবি, দিগ্বিজয়ের মত নেতারা সিবিআই এবং ইডি-র মত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে ভয় পান।

তিনি বলেন, ‘‘বিজেপি-র এজেন্ট দিগ্বিজয় সিং বলে বেড়াচ্ছেন যে মায়াবতীর উপর কেন্দ্র থেকে চাপ দেওয়া হয়েছে বলে মায়াবতী জোট চায় না। এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন।’’

মায়াবতীর মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, দুদলের মধ্যেকার মতানৈক্য মেটানো যেতে পারে। সংবাদসংস্থা এ এন আই-কে সুরজেওয়ালা বলেন, ‘‘কখনও কখনও আবগের বশে তিক্তমধুর বাক্য বলা হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত যদি মায়াবতীজি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর উপর পূর্ণ আস্থা রাখতে রাখেন, তাহলে অন্য বিষয়গুলি মিটিয়ে ফেলা যেতে পারে।’’

এর আগে ছত্তিসগড় বিধানসভা নির্বাচনের জন্য অজিত যোগী জনতা কংগ্রেসের সঙ্গে জোটের কথা ঘোষণা করেছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

CONGRESS
Advertisment