CM Mamata at Mumbai: কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী বৃহত্তর বিরোধী জোট সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরকালীন এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শরদ পাওয়ার ঘনিষ্ঠ নেতা। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তথা দাপুটে এনসিপি নেতা নবাব মালিক এদিন বলেন, ‘মহারাষ্ট্র সফরে এসেছেন মমতা দিদি। বৃহস্পতিবার উনি শরদ পাওয়ারজির সঙ্গে বৈঠক করবেন। এটা গঠনমূলক উদ্যোগ। বৈঠক নির্যাস মমতা দিদি সাংবাদিকদের জানাবেন।‘
তাঁর আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘তৃণমূল কংগ্রেস বাংলার বাইরে সংগঠন বিস্তার করতে চাইছে। সব রাজনৈতিক দলের সেই অধিকার রয়েছে। তবে আমরা বিশ্বাস করি কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি বিরোধী কোনও বৃহত্তর জোট সম্ভব নয়। আমাদের নেতা শরদ পাওয়ারজি একাধিকবার এই প্রসঙ্গ উত্থাপন করেছেন।‘
এদিকে, ঠাসা কর্মসূচির মধ্যেই মুম্বই সফরের প্রথম দিন রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে এবং শিব সেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এই সফরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সূচি থাকলেও, শিব সেনা প্রধানের শারীরিক অসুস্থতার কারণে আদিত্য এবং সঞ্জয় রাউত তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎ করেন।
অপরদিকে, মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্যনগরীতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। শিল্পপতিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও আলোচনা।
লগ্নিকে পাখির চোখ করে বাণিজ্যনগরীতে মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে থাকাকালীন একাধিক শিল্পতির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেনে শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি বঙ্গে বিনিয়োগের ব্যাপারেও শিল্পপতিদের সঙ্গে আলোচনা সরাবেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি মুম্বইয়ে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হবে।
একুশের ভোটে বাংলায় বিপুল সাফল্য সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে বিজেপি-বিরোধী জোটের প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিচ্ছেন তাবড় রাজনীতিবিদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আগামী লোকসভা ভোটে বিরোধীদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়াস জারি রয়েছে একাংশের নেতাদের। এই আবহেই আজ মুম্বই উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন