কৃষকদের পাশে থাকার আরও জোরালো বার্তা দিল কংগ্রেস। তিন ‘বিতর্কিত’ কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকডের ডাকা ভারত বনধকে আগেই সমর্থন জানিয়েছে তারা। এবার কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে এবছর নিজের জন্মদিন উদযাপন করছেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
এ প্রসঙ্গে এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, অতিমারী পরিস্থিতি ও কৃষকদের আন্দোলনের কথা মাথায় রেখে এ বছর জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া। কোনও জন্মদিনের অনুষ্ঠান যাতে আয়োজন না করা হয়, সে ব্য়াপারে আর্জি জানিয়েছেন কংগ্রেস সভাপতি। সমস্ত রাজ্য় নেতৃত্বকে এ বার্তা পাঠানো হয়েছে। বুধবার সোনিয়ার জন্মদিন।
আরও পড়ুন: Bharat Bandh Live Update: ভারত বনধে বাংলার বিভিন্ন প্রান্তে রেল অবরোধ
উল্লেখ্য়, তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন কৃষকরা। কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থনও জানিয়েছে কংগ্রেস। কৃষকদের পাশে দাঁড়িয়ে এ বছর জন্মদিন সেলিব্রেশন যেভাবে না করার সিদ্ধান্ত নিলেন সোনিয়া তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন