Babul Supriyo Resigns: দ্বিতীয় মোদী সরকার দুই বছর পূর্ণ করার পর এই প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ। ইতিমধ্যে পূর্ণ এবং রাজ্যমন্ত্রী হিসেবে মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন একাধিক বিজেপি সাংসদ। সেই তালিকায় নাম আছে বাংলার দুই বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর। তাঁদের জায়গায় এবার বাংলা থেকে মোদী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন চার সাংসদ। সেই তালিকায় আছেন বাঁকুড়ার সুভাষ সরকার, কোচবিহারের নিশীথ প্রামাণিক, বনগাঁর শান্তনু ঠাকুর এবং আলিপুরদুয়ারের জন বার্লা।
Advertisment
এদিকে এদিন ইস্তফা দিয়েই ফেসবুকে নিজেকে ‘দুঃখী’ দাবি করেন বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ‘যেখানে ধোঁয়া, মানে তার আশেপাশে কোথাও আগুন। আমার, যারা সাংবাদিক বন্ধু তাঁদের ফোন ধরতে পারিনি। আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে। একটা কথা রটানো হয়েছে আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। এটা একদমই সত্যি নয়। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমাকে মন্ত্রিসভার সদস্য করে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য।‘
Advertisment
আসানসোলের সাংসদ আরও লেখেন, ‘আমি আজ খুশি কোনওরকম দুর্নীতির অভিযোগ ছাড়াই আমি মন্ত্রিত্ব ছেড়েছি।গত কয়েকবছর ধরেই আসানসোলের উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করেছি।আসানসোল দ্বিতীয়বার আমেক তাঁদের প্রতিনিধি করে সংসদে পাঠিয়েছে। বাড়িয়েছে জয়ের ব্যবধান। আমার যারা সহকর্মী তাঁদের ভবিষ্যতের জন্য অভিনন্দন রইল। আপনারা এখন জেনে গিয়েছেন বাংলা থেকে কারা নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন। আমি নিজের জন্য দুঃখী কিন্তু ওদের জন্য খুশি।‘
এদিকে, বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর পদত্যাগকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেছেন, ‘বাবুল আর দেবশ্রী এখন বিজেপির কাছে খারাপ হয়ে গেল।' তবে শুধু বাবুল সুপ্রিয় কিংবা দেবশ্রী চৌধুরী নয়। এদিন মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মতো হেভিওয়েট। এই তালিকায় নাম আছে সন্তোষ গাঙ্গোয়ার, অশ্বিনী চৌবে, আরএল কাটারিয়া, তওহরচাঁদ গেহলট। একাধিক তরুণ মুখকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামি বছর যে পাঁচ রাজ্যের ভোট রয়েছে, তার সমীকরণ মিলিয়েও কিছু সাংসদ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং মণিপুর থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন