কোনও ভারতীয়ের নাম এনআরসি থেকে বাদ যাবে না। শুক্রবার এই আশ্বাস দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসামের শিলচরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, "আমি জানি যে এনআরসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময়ে অনেকের অনেক সমস্যা এবং অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কিন্তু আমি নিশ্চিত করছি, একজন খাঁটি ভারতীয়ের সঙ্গেও অবিচার হবে না।"
উত্তর পূর্ব ভারতে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "সরকার নাগরিকত্ব (সংশোধনী) বিলের ব্যাপারেও এগোতে শুরু করেছে। এর সঙ্গে আবেগ এবং জনসাধারণের জীবন যুক্ত রয়েছে। কারও সুবিধার জন্য নয় এটা করা হচ্ছে না, করা হচ্ছে অতীতের ভুল এবং অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য। আমি আশা করি সংসদে এ বিল খুব দ্রুত পাশ হয়ে যাবে।"
আরও পড়ুন, ভারতে নিরাপদ বোধ না করলে বোম মারব: বিজেপি বিধায়ক
গত ৩৫ বছর ধরে ঝলে থাকা আসাম চুক্তির ৬ নং ধারা নিয়ে সরকারের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "এবার আসামের সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষিক পরিচয় সুরক্ষিত করার রাস্তা পরিষ্কার হয়ে গেছে।"
আসাম এনআরসি থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের দাবি জানানোর শেষ তারিখ ছিল ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। যে ৪০ লক্ষ মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়েছে, তাঁদের মধ্যে ৩০ লক্ষ ফের দাবি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের তত্ত্বাধানে এনআরসি আপডেটের কাজ চলছে। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আবেদন যাচাইয়ের কাজ শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।
সাম্প্রতিক পঞ্চায়েত ভোটে বিজেপি-র পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "সাম্প্রতিক পঞ্চায়েত ভোটে বিজেপি-কে ভোট দেওয়ার জন্য আমি আসামের মানুষের কাছে ঋণী এবং এই ঋণ আমি পরিশোধ করব রাজ্যের উন্নয়নের মাধ্যমে।"
এর আগে এদিনই মণিপুরে আটটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, এ ছাড়া স্থাপন করেছেন চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর।
Read the Full Story in English