Advertisment

নাগরিকত্ব আইনে অযথা সাম্প্রদায়িক রং লাগানো হয়েছে: মোহন ভাগবত

CAA-NRC Debate: নাগরিকত্ব আইনে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবেন না।দু’দিনের অসম সফরে এই বার্তাই দিলেন মোহন ভাগবত।

author-image
IE Bangla Web Desk
New Update
NRC, CAA, RSS Chief, Mohan Bhagwat

দু'দিনের অসম সফরে সংঘ প্রধান।

CAA and NRC Debate: নাগরিকত্ব আইনে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবেন না।অর্থাৎ ঘুরিয়ে সংখ্যালঘুদের স্বার্থ নিশ্চিত থাকবে। দু’দিনের অসম সফরে এই বার্তাই দিলেন মোহন ভাগবত। আরএসএস প্রধান এক বই প্রকাশের অনুষ্ঠান-সহ আরও একগুচ্ছ কর্মসূচি নিয়ে অসম সফর করছেন। সেই সফরের প্রথম দিনে সিএএ এবং এনআরসি প্রসঙ্গ উসকে দিয়ে বলেছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির সঙ্গে হিন্দু-মুসলিম ভেদাভেদের সম্পর্ক নেই। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সাম্প্রদায়িক রঙ লাগানো হয়েছে।‘

Advertisment

তাঁর দাবি, ‘স্বধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন সংখ্যালঘুদের যত্ন নেওয়া হবে। এতদিন সেটাই করা হয়েছে। আগামি দিনেও আমরা সেটা করব। সিএএ কার্যকরে কোনও মুসলিমের ক্ষতি হবে না।‘  

তিনি বলেছেন, ‘নাগরিকত্ব আইন পড়শি দেশে নির্বাসিত থাকা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। বিপর্যয়ের সময় আমাদের দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছে পৌঁছব। তাতে যদি ভয় এবং হুমকির কারণে কেউ আমাদের দেশে আসতে চায় আমরা অবশ্যই তাঁদের সাহায্য করব।‘ এনআরসি প্রশ্নে তাঁর সওয়াল, ‘রাষ্ট্রের জানার অধিকার আছে কে, তার নাগরিক। বিষয়টি এখন রাজনৈতিক, কারণ সরকার জড়িয়ে আছে। একটা সম্প্রদায় রাজনৈতিক ফায়দা লুঠতে এই দুটি বিষয়ে সাম্প্রদায়িক রঙ চড়ানোর চেষ্টা করছে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RSS nrc Mohan Bhagwat caa Muslim Minority
Advertisment