‘‘কর্নাটক নয়, আমেঠি থেকেই লড়ছেন রাহুল’’

‘‘আসন্ন লোকসভা ভোটে কর্নাটক থেকে রাহুল গান্ধী ভোটে লড়বেন, এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি। উনি আমেঠি থেকেই শুধুমাত্র লড়বেন।’’

‘‘আসন্ন লোকসভা ভোটে কর্নাটক থেকে রাহুল গান্ধী ভোটে লড়বেন, এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি। উনি আমেঠি থেকেই শুধুমাত্র লড়বেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কর্নাটকের বিদার নয়, লোকসভা ভোটে আমেঠিতেই লড়বেন রাহুল গান্ধী। এমন কথাই জানালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। উনিশের ভোটযুদ্ধে কর্নাটকের বিদারে লড়তে পারেন কংগ্রেস সভাপতি, এমন দাবিই তুলেছিল বিজেপি। গেরুয়াবাহিনীর সেই দাবি উড়িয়ে সংবাদসংস্থা এএনআই-কে এদিন সিদ্দারামাইয়া বলেছেন, ‘‘আসন্ন লোকসভা ভোটে কর্নাটক থেকে রাহুল গান্ধী ভোটে লড়বেন, এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি। উনি আমেঠি থেকেই শুধুমাত্র লড়বেন।’’

Advertisment

উল্লেখ্য, গত অগাস্টে বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা দাবি করেন, কর্নাটকের বিদার কেন্দ্র থেকে সম্ভবত ভোটে দাঁড়াতে পারেন কংগ্রেস সভাপতি। যদিও উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর জল্পনা উড়িয়ে বলেছেন, ‘‘বিদারে রাহুল গান্ধী জনসভা করেছিলেন, তার মানে এই নয় যে, তিনি সেখানে ভোটে লড়বেন।’’ প্রসঙ্গত, আমেঠি কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। যে কেন্দ্র থেকে টানা তিনবার জিতেছেন রাহুল।

আরও পড়ুন, উত্তরপ্রদেশে একসঙ্গে সপা-বসপা-আরএলডি? জোটকে স্বাগত মমতার

Advertisment

অন্যদিকে, ক’দিন আগেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম উল্লেখ করেছিলেন ডিএমকে নেতা স্ট্যালিন। মোদীবাহিনীকে পরাস্ত করতে রাহুলের মতো একজনকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা জরুরি বলে সওয়াল করেন করুণানিধি পুত্র। যা নিয়ে সরগরম হয়ে ওঠে বিরোধী শিবির। স্ট্যালিন বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করছি। এব্যাপারে সমর্থনের জন্য অন্য দলের নেতাদের কাছেও আর্জি জানাচ্ছি। রাহুলকে সমর্থন করা উচিত সকলের।’’

Read the full story in English

CONGRESS rahul gandhi