Advertisment

'বাংলার উন্নয়নে অবাঙালিদের অবদান বেশি', বিতর্কিত মন্তব্য দিলীপের

'বিভাজনের রাজনীতির চেষ্টা' ও 'কুরুচিকর' বলে' তীব্র কটাক্ষ তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ।

রাজ্য রাজনীতির চর্চায় বাঙালি-অবাঙালি ইস্যু। তার মধ্যেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন, 'বাংলার উন্নয়নে বাঙালিদের তুলনায় অবাঙালিদেরই অবদান বেশি।'

Advertisment

নিজের মন্তব্যের স্বপক্ষে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, 'বিগত কয়েক বছর ধরে নয়, ব্রিটিশ জমানা অর্থাৎ ২০০ বছর আগে থেকে বাংলায় কাজ করতে, ব্যবসা করতে আসতেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। গঙ্গার দুপারে যত কল কারাখা আছে তাতে বাংলার বাইরের লোকই কাজ করতেন। বাংলার যে উন্নয়ন হয়েছে তাতে বাঙালির থেকে বাইরের লোকেদের অবদান বেশি।'

আরও পড়ুন- ‘একসঙ্গে কাজ করা মুশকিল’, শুভেন্দুর হোয়াটসঅ্যাপে তৃণমূলে ছন্দপতন

বাঙালি-অবাঙালি ইস্যুতে তৃণমূল ও রাজ্য সরকারকে নিশানা করে মেদিবীপুরের সাংসদ বলেন, 'বিহার সহ বাংলার বাইরের যাঁরা এখানে এসে পরিশ্রম করেন তারা পর হলেন, আর শাহরুখ খান হলেন আপন, প্রশান্ত কিশোর নিজের লোক।'

আরও পড়ুন- শুভেন্দু ‘বেসুর’ হতেই উজ্জীবিত গেরুয়া শিবির, কী বলছেন বিজেপির হেভিওয়েটরা?

গেরুয়া শিবিরের নজরে ২১-শের বিধানসভা ভোট। সংগঠন পোক্ত করতে ভিন রাজ্য থেকে নেতারা বাংলায় দলের কাজে আসা-যাওয়া করছেন। যা নিয়ে তৃণমূলের কোপে পড়তে হয়েছে পদ্ম বাহিনীকে। জোড়া-ফুল শিবিরকে কটাক্ষ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে, বাংলার মাটি যাঁদের কাছে অচেনা তাঁরাই বাংলায় এসে শাসন করতে চাইছেন। মনে করা হচ্ছে সেই কটাক্ষের জবাব দিতেই এদিন চা চক্রে বাঙালি-অবাঙালি ইস্যুতে টেনে আনেন দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'অত্যন্ত কুরুচিকর মন্তব্য। বিভাজনের চেষ্টা করছেন দিলীপ ঘোষ।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp dilip ghosh
Advertisment