মায়াবতী ‘ইউনিফর্ম সিভিল কোড’ সমর্থন করার পরও, বাস্তবায়নের বিরোধিতাইয় সরব হয়েছেন। রবিবার লখনউতে এক সংবাদ সম্মেলন করে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন বিএসপি প্রধান মায়াবতী।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশে রাজনৈতিক পারদ চড়েছে। কেন্দ্রীয় সরকার সংসদের আসন্ন বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানী আইন চালু করার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিক্রিয়া সামনে আসছে। ইতিমধ্যে কংগ্রেসও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছে। এখন বিএসপি প্রধান মায়াবতীও লখনউতে একটি বিবৃতি জারি করে এই বিষয়ে দলের মতামত ব্যক্ত করেছেন।
বিএসপি প্রধান বলেন, "আমাদের দল ইউসিসির বিরোধিতা করে না। কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার বিধান দেশের সংবিধানে নেই। এর জন্য সচেতনতা এবং ঐক্যমত্যকে শ্রেষ্ঠ বলে মনে করছে দল। এটি বাস্তবায়নের নামে সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করা হচ্ছে।" এই সময়ে যে রাজনীতি করা হচ্ছে তা দেশের স্বার্থে ঠিক নয়। সংবিধানের ৪৪ নং ধারায় UCC কার্যকর করার কথা বলা থাকলেও তা চাপিয়ে দেওয়ার কথা বলা হয়নি”।
মায়াবতী আরও বলেন, "সুতরাং এই সব বিষয় মাথায় রেখেই দেশে UCC বাস্তবায়নের জন্য বিজেপির কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমাদের দল UCC বাস্তবায়নের বিরুদ্ধে নয়, কিন্তু দেশে বিজেপি সরকার যেভাবে এটি বাস্তবায়নের চেষ্টা করছে।" তাতে তাদেরর সংকীর্ণ স্বার্থপরতার রাজনীতিই বেশি সামনে উঠে আসছে’।
তিনি বলেন, ‘এতে কোনও ধর্মীয় পক্ষপাত থাকা উচিত নয়। বিজেপি সরকার যদি সংবিধান মেনে UCC বাস্তবায়ন করে তবে আমাদের দল এই বিষয়ে ইতিবাচক অবস্থান নেবে। যদি তা না হয় তবে আমাদের দল এর বিরোধিতা করবে। দেশের স্বার্থে, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যের মত বিষয়গুলিতে সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত’।