সংশোধিত নাগরিক আইনকে সমর্থন জানানোর উদ্দেশে টোল ফ্রি নম্বরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে রবিবার জল ঢাললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাফ জানান, নম্বরটি বিজেপির টোল ফ্রি নম্বর কোনও নেটফ্লিক্স ভিডিও স্ট্রিমিং অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন নম্বর নয়। দিল্লিতে 'বুথ কর্মকর্তাদের' সম্মেলন থেকে শাহ বলেন, "জনগণ এই নম্বরটিতে মিস কল দিয়ে নাগরিকত্ব আইনে তাঁদের সমর্থন জানানোর জন্য এই নম্বরটি চালু করা হয়েছিল। নেটফ্লিক্সের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।"
প্রসঙ্গত, শনিবার থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেন যে এই নম্বর ব্যবহার করে নেটফ্লিক্স ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর পরই তৈরি হয় বিতর্ক। যদিও শনিবার নিখরচায় সাবস্ক্রিপশন দেওয়ার কথা অস্বীকার করেছে নেটফ্লিক্স। তাঁরা টুইটে জানায়, "এটি একেবারে ভুয়ো খবর। আপনি যদি নিখরচায় নেটফ্লিক্স চান তবে দয়া করে আমাদের অন্য কারোর অ্যাকাউন্ট ব্যবহার করুন।"
এমনকী, বেশ কিছু টুইটার ব্যবহারকারীরা দাবি করেছেন যে এই নম্বরে মিসড কল দেওয়া হলে বিনামূল্যে মোবাইল ডেটাও জিততে পারেন।
উল্লেখ্য, নয়া নাগরিকত্ব আইন নিয়ে প্রচারের জন্য পরবর্তী পদক্ষেপ হিসাবে দেশের মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার চালাবে পদ্ম শিবির। প্রচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বর্ষীয়াণ নেতারাও জনগণের কাছে পৌঁছে যাবেন এবং নতুন নাগরিকত্ব আইনের বিষয়ে "বিরোধী দলের বিভ্রান্তিমূলক প্রচারণা" রোখার কাজও করবেন।
Read the full story in English