Advertisment

'২ হাজার ভোটে জয়'কে ২০৫০ করবেন না', দলীয় কর্মীদের কড়া নির্দেশ মন্ত্রী অরূপের

বিরোধী শিবির পুর-ভোটের প্রচারে বেরিয়ে প্রতিমুহুর্তে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগে স্বোচ্চার। যার প্রেক্ষিতে অরূপের মন্তব্য তাৎপর্যবাহী।

author-image
IE Bangla Web Desk
New Update
not to rig vote in muni poll minister arup biswas instructed to TMC workers at burdwan

বর্ধমানে কর্মীসভায় মন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি- প্রদীপ চট্টোপাধ্যায়

বিরোধী শিবির পুর-ভোটের প্রচারে বেরিয়ে প্রতিমুহুর্তে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে স্বোচ্চার হচ্ছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বললেন, 'নির্বাচনে ২ হাজার ভোটে জয় হলে সেটাই গণতন্ত্রের আশীর্বাদ।সেটাকে ২০৫০ করার কোনো দরকার নেই।এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।' ভোটের আগে মন্ত্রীর মন্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

Advertisment

রাজ্যের ১০৮ টি পৌরসভার ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ওই দিন পূর্ব বর্ধমানের কালনা,কাটোয়া, দাঁইহাট, বর্ধমান , মেমারি ও গুসকরা পৌরসভার নির্বাচন হবে। তার আগে কর্মীসভায় মন্ত্রী অরুপ বিশ্বাস স্মরণ করিয়ে দেন যে , 'উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস পুর ভোটে লড়বে। তৃণমূল কংগ্রেসের হাত ধরে বর্ধমান সহ রাজ্যের সর্বত্র ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। সেই উন্নয়নের নিরিখেই তৃণমূলের প্রার্থীরা মানুষের কাছে ভোট চাইবে। উন্নয়নের জন্যই মানুষ তৃণমূলের প্রার্থীদের আশীর্বাদ করবে। মানুষের আশীর্বাদ পাথেয় করেই তৃণমূল এগিয়ে যাবে।'

অরুপ বিশ্বাস এদিন পূর্ব-বর্ধমান জেলার একাধিক পৌরসভা এলাকায় কর্মী ও প্রচারসভা করেন। প্রথমে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে কর্মীসভায় তিনি অংশ নেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,রাজ্যের অপর মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস সহ দলের অন্য নেতারা।

অরুপবাবু বলেন, 'আজ একজন প্রার্থী। কাল আপনিও প্রার্থীয় হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব নজরে আছে। ভোটে উন্নয়নের কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরতে হবে। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলুন। তাদের সমস্যার কথা শুনুন। ভোটের পর সেগুলি মাথায় রাখতে হবে। সমাধানের ব্যবস্থা করতে হবে।'

tmc burdwan Arup Biswas Municipal Election
Advertisment