উত্তর পূর্ব ভারতে এনডিএ-র দীর্ঘদিনের জোটসঙ্গী নাগা পিপলস ফ্রন্ট (এনপিএ) বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতিগত কারণেই দলের চার বিধায়ক লোকসভা ভোট মিটে যাওয়ার পর এই প্রক্রিয়া সম্পন্ন করবেন।
নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনপিএ নেতা টি আর জেলিয়াং টুইট করে এ ঘোষণা করেছেন। মণিপুরের কংগ্রেস নেতাদের মতে এই সিদ্ধান্তের ফলে তাঁর ফের একবার সরকার গঠনের দাবি জানাতে পারবেন।
নাগাল্যান্ড বিধানসভার বিরোধী দলনেতা জেইলাং টুইটে লিখেছেন, "দলের আধিকারিক এবং মণিপুরের এনপিএফ বিধায়কদের সঙ্গে আলোচনা-পর্যালোচনার পর এনপিএফ স্থির করেছে নীতিগত কারণে মণিপুরে এন বীরেন সিংয়ের বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে চারজন এনপিএফ বিধায়ক লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর পদত্যাগ করবেন।"
তিনি বলেছেন বিজেপির ঔদাসীন্যের দৃষ্টিভঙ্গির কারণেই এই সিদ্ধান্ত।
এ ব্যাপারে বিজেপি এখনও তেমনভাবে মুখ খোলেনি। বিজেপি নেতা, মণিপুরের মন্ত্রী তোঙ্গাম বিশ্বজিৎ সিং বলেছেন, "আমরা এ ব্যাপারে এনপিএফের কাছ থেকে কোনও চিঠি পাইনি। আমাদের ৪০ জন বিধায়ক রয়েছেন, ওরা চারজনকে নিয়ে বেরিয়ে গেলেও ৩৬ জনকে নিয়ে আমাদের সরকার অটুট থাকবে।"
এনপিএফের রাজ্য়সভা সদস্য কেজি কেনিয়া জানিয়েছেন, "সিদ্ধান্ত কার্যকর হবে ২৩ মে-র পর। ২০১৮ সাল থেকে আমরা বিজেপির সঙ্গে জোটে আছি। গত বছরেও মণিপুর ইউনিটকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ভাবনাচিন্তা করতে বলা হয়েছিল। কিন্তু এর আগে কংগ্রেস সরকার যখন জনজাতি বিরোধী আইন পাস করায়, সে সময়েও আমাদের বিধায়করা পদত্যাগ করেছিলেন, সে কারণে এ ব্যাপারে মণিপুর ইউনিটের ওপর আমরা চাপ সৃষ্টি করিনি। সিদ্ধান্ত নেওয়ার ভার ওঁদের উপরেই ছেড়ে দিয়েছিলাম।"
এ অবস্থায় আশা দেখছে কংগ্রেসও। দলের বিধায়ক জয়কিষাণ সিং বলেছেন, "সাতজন বিধায়ক বাজেট সেশনেও কংগ্রেস বেঞ্চে বসেছেন। এনপিএফ বেরিয়ে গেলে ওঁরা আমাদের সঙ্গেই যোগ দেবেন এবং আমরা নিশ্চিত ভাবেই সরকার গঠনের দাবি জানাব। কিন্তু আগে লোকসভা ভোট শেষ হোক, দেখা যাক এনপিএফ কী সিদ্ধান্ত নেয়।"
এনপিএফ নেতারা বলছেন, দল সম্প্রতি কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে ঝুঁকছে এবং তাঁরা চাইছেন মণিপুরেও কংগ্রেসের সঙ্গে দল জোট করুক। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ওকরাম ইবোবি সিং বলেছেন কংগ্রেস এ পদক্ষেপকে স্বাগত জানাবে। তিনি বলেন, "দেখা যাক এনপিএফ সত্যিই বেরিয়ে আসে কিনা..."