আসামে এনআরসি তালিকায় যাঁদের ঠাঁই মেলেনি, তাঁদের সে দেশে যে ফেরানো হবে না, সে ব্যাপারে বেশ কয়েকদিন আগেই বাংলাদেশকে আশ্বস্ত করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ ব্যাপারে আশ্বস্ত করলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে মোদি আশ্বস্ত করেছেন বলে শুক্রবার জানিয়েছেন বাংলাদেশের এক শীর্ষ আধিকারিক।
এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম জানান, ‘‘এনআরসি তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের বাংলাদেশে ফেরানো হবে না, এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।’’ যদিও দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কী কথা হয়েছে, এ নিয়ে বিশদে কিছু জানাননি ইমাম। তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে বছরের শেষে নির্বাচনের আগে যাতে অস্থিরতার পরিবেশ তৈরি না হয়, সেজন্য যে কাউকেই এ দেশে পাঠানো হবে না, সে ব্যাপারে বারবার আশ্বাস দিয়েছে ভারত সরকার।’’
এ প্রসঙ্গে অবশ্য রাজধানী দিল্লিতে কোনওরকম মন্তব্য করেননি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। ইমাম আরও জানিয়েছেন যে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীঙ্গলা বারবার বলেছেন এ ব্যাপারে উদ্বিগ্ন না হতে। ইমাম জানান যে, ভারতীয় হাই কমিশনার আরও বলেছেন যে, এটা ভারতের আভ্যন্তরীন ব্যাপার।
আরও পড়ুন, আসাম এন আর সি তালিকা থেকে বাদ পড়া ১০ শতাংশ মানুষের তথ্য পুনর্যাচাইয়ের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, গত ৩০ জুলাই আসামে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়। যেখানে ৪০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। এরপরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। গতমাসে বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব বলেন যে, এনআরসি তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ও তাঁদের নিজেদের দেশে ফেরানো হবে।
দেশে ফেরানো প্রসঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা বলেন যে, বাংলাদেশ থেকে অনেকে ভারতে গিয়ে স্থায়ীভাবে থাকছেন। তবে কি তাঁদেরও অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে? না কী তাঁদের ফের বাংলাদেশে ফেরানো হবে?
Read the Full Story here in English: NRC in Assam: ‘Those excluded won’t be deported, Modi told Hasina’