"নুসরত জাহান বিবাহিত নন? পার্লামেন্টে দাঁড়িয়ে কি মিথ্যে শপথবাক্য পাঠ করেছিলেন তাহলে?" বৃহস্পতিবার সকালেই তৃণমূল সাংসদ-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বৈবাহিক সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপি আইটি সেলের মুখপাত্র অমিত মালব্য। পাশাপাশি পার্লামেন্টে নুসরতের (Nusrat Jahan) শপথবাক্য পাঠ করার সেই পুরনো ভিডিও শেয়ার করে গেরুয়া শিবিরের অন্দরেও তুমুল সমালোচনা শুরু হয়েছে। এমনকী, সাংসদ নায়িকাকে নিয়ে কু-মন্তব্য করতেও পিছপা হচ্ছেন না তাঁরা। সেই প্রেক্ষিতেই এবার তৃণমূল কংগ্রেসের হয়ে মুখ খুললেন দলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা মালব্যর উদ্দেশে।
অমিত মালব্য (Amit Malviya) টুইটে লিখেছিলেন, “তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈন ব্যক্তিগত জীবনে কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে সহবাস করেছেন, সেটা নিয়ে কারও কিছু বলার নেই। কিন্তু উনি তো একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তদুপরি পার্লামেন্টের রেকর্ডও বলছে যে তিনি নিখিল জৈনের সঙ্গে বিবাহিত। তাহলে কি তিনি সেদিন সংসদেও মিথ্যে কথা বলেছিলেন?” সপাট প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপি আইটি সেলের মুখপাত্র। এরপরই এমন অভিযোগের জবাব দিতে ময়দানে নামে তৃণমূল কংগ্রেস (TMC)।
<আরও পড়ুন: বিতর্ক সামলাতে ব্যস্ত ‘সাংসদ নুসরত’! Yaas বিধ্বস্ত বসিরহাটে গিয়ে ত্রাণ দিচ্ছেন ‘সায়ন্তিকা’>
সাধারণ সম্পাদক পাল্টা টুইটে লেখেন, "প্রসঙ্গ নুসরত জাহান: বিষয়টি ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই। বিজেপির মালব্যের এ সব নিয়ে টুইট না করাই ভাল। তর্ক শুরু হলে বিজেপির পক্ষে ভাল হবে না। তৃণমূল মানুষের কাজ নিয়ে ব্যস্ত।" ওদিকে মালব্যকে কুণালের এমন হুঁশিয়ারি দেওয়ার মাঝেই অন্যরকম গন্ধ খুঁজে পাচ্ছেন আমজনতারা। প্রশ্ন উঠেছে, তাহলে কি নুসরত-ইস্যু নিয়ে তৃণমূল দূরত্ব তৈরি করছে?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন