Advertisment

সিএএ সমর্থন করেছি, কিন্তু এনআরসি নয়: নবীন পট্টনায়ক

কেন বিজেডি নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছে, সে ব্যাখ্যাও বুধবার দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
naveen patnaik, নবীন পট্টনায়ক, ওড়িশার মুখ্যমন্ত্রী, বিজেডি নেতা, , citizenship amendment act, নাগরিকত্ব সংশোধনী আইন, bjd on caa, সিএএ, bjd on nrc, india news, indian express bangla

নবীন পট্টনায়ক। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মোদী-অমিত শাহের পাশে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছে তাঁর দল। কিন্তু এনআরসিকে সমর্থন করবে না তাঁর দল। সিএএ-এনআরসি ইস্যুতে এমন অবস্থানই সামনে আনলেন বিজেডি নেতা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এমনকি, কেন বিজেডি নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছে, সে ব্যাখ্যাও বুধবার দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

Advertisment

আরও পড়ুন: ‘আধার-ভোটার কার্ড নহি চলেগা! বিজেপি কা মাদুলি চলেগা?’, শাহকে প্রশ্ন মমতার

বুধবার ভুবনেশ্বরে নিজের বাড়ি ‘নবীন নিবাসে’ বিজেডি নেতা বলেন, ‘‘নাগরিকত্ব সংশোধনী আইনে দেশের নাগরিকদের কিছু হবে না। এটা শুধুমাত্র বিদেশিদের জন্য প্রযোজ্য হবে। রাজ্যসভা ও লোকসভায় বিজেডি সাংসদরা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁরা এনআরসিকে সমর্থন করবে না। সমস্ত নাগরিকের কাছে আর্জি, শান্তি বজায় রাখুন। গুজবে কান দেবেন না’’।

আরও পড়ুন: ‘কা…কা’! নাগরিকত্ব সংশোধনী আইনের নয়া নামকরণ হল মমতার মিছিলে

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। বিভিন্ন রাজ্যে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ চলছে। কয়েকদিন আগে উত্তর-পূর্বের আসাম, ত্রিপুরাতেও বিক্ষোভ চলেছে। আসামে বিক্ষোভ ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয় যে সেখানে সেনা নামাতে হয়। ওড়িশার পড়শি রাজ্য পশ্চিমবঙ্গেও সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন চলছে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজপথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ রদের দাবি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে কংগ্রেসও। এই প্রেক্ষিতে এনআরসি নিয়ে নিজের দলের অবস্থান যেভাবে স্পষ্ট করলেন নবীন পট্টনায়ক, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Read the full story in English

national news
Advertisment