Advertisment

দিনভর বাঁচার লড়াইয়ের ইতি, গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত

অভিযুক্ত সাব-ইনস্পেক্টর গোপাল দাসকে জিজ্ঞাসাবাদ করছেন অপরাধদমন শাখার আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Naba Kishore Das

নবকিশোর দাস

শেষরক্ষা হল না। সকালে এক সাব-ইনস্পেক্টরের গুলিতে গুরুতম জখম হয়েছিলেন। তারপর থেকেই রবিবার শুরু হয়েছিল যমে-মানুষে টানাটানি। সন্ধ্যায় ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। সূত্রের খবর, ব্রজরাজনগরে গাড়ি থেকে বেরোতেই নবকিশোর দাসকে লক্ষ্য করে গুলির বন্যা বইয়ে দেন অভিযুক্ত সাব-ইনস্পেক্টর। তাঁর লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনায় এক পুলিশ অফিসার এবং এক যুবকও আহত হয়েছেন। আততায়ী পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা।

Advertisment

গুরুতর আহত নবকিশোর দাসকে এরপর ঝাড়সুগুদা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের এক বিশেষ দল তাঁর দেখভাল করছিল। ঘটনার পর থেকেই অচৈতন্য ছিলেন বিজু জনতা দলের এই প্রবীণ নেতা। ২০০৯ থেকে তিনি ঝাড়সুগুদা বিধানসভা থেকেই জিতে আসছিলেন। রবিবার কিন্তু ঝাড়সুগুদা হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার তেমন একটা উন্নতির লক্ষণ দেখা যায়নি। এরপরই বিমানে চাপিয়ে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে। সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হল।

এই হামলার কড়া নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, 'নব দাসের ওপর হামলার এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমি স্তম্ভিত। আমি এই হামলার তীব্র নিন্দা করছি।' এরপর নবীন পট্টনায়কের নির্দেশেই অপরাধদমন শাখার উচ্চপদস্থ আধিকারিকরা ঝাড়সুগুদা ছুটে যান। তাঁর গোটা ঘটনার তদন্তভার গ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবকিশোর দাসের ওপর হামলার ঘটনাটি ঘটেছে ব্রজরাজনগরের গান্ধী চকে।

আরও পড়ুন- ‘আদিবাসী সমাজ তাদের ঐতিহ্য বজায় রেখেছে’, বছরের প্রথম ‘Mann Ki Baat’-এ আর কী বললেন মোদী

গুলিবিদ্ধ হওয়ার আগে মন্ত্রী এক সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই যাচ্ছিলেন। ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভয় জানিয়েছেন, ঘটনার সময় সাব-ইনস্পেক্টর গোপাল দাস গান্ধী চক পুলিশ ফাঁড়ির বাইরে দায়িত্বে ছিলেন। তিনিই মন্ত্রীকে লক্ষ্য করে গুলি করেছেন। গুলি করার কারণ জানার চেষ্টা হচ্ছে। এসডিপিও বলেন, 'আমরা ওই সাব-ইনস্পেক্টরকে হেফাজতে নিয়েছি। তাঁকে জেরা করা হ হচ্ছে।'

Read full story in English

Shot Dead health Ministry odisha
Advertisment