Advertisment

'দেশের জন্য’ই ভারত জোড়ো যাত্রা,’ রাহুলের সমর্থনে সুর চড়ালেন ওমর আবদুল্লাহ

কাশ্মীরে গণতন্ত্রের অভাব উল্লেখ করে রাহুল গান্ধীর প্রশংসা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress bharat jodo yatra,bharat jodo yatra,rahul gandhi,omar abdullah,jammu and kashmi,bharat jodo yatra in jammu and kashmir

আট বছর অতিক্রান্ত, জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়ে সরকার উদাসীন, ভারত জোড়ো যাত্রা থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নিজের যন্ত্রণা প্রকাশ করে তিনি বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রের কাছে তিনি বা তার দল ভিক্ষা করবেন না। উমর আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছেন। তিনি গণআন্দোলনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ওমর আবদুল্লাহ

Advertisment

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, 'আমরা বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির কাছে মাথা নত করব না, আমরা ভিক্ষা চাইব না, তিনি আরও বলেছেন, 'আমাদের রাষ্ট্রীয় মর্যাদা কেড়ে নেওয়া উচিত হয়নি'। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অংশ হিসাবে ৩০ শে জানুয়ারি জম্মু ও কাশ্মীরে  যাবেন। তার আগেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ওমর আবদুল্লাহ, যিনি জম্মু-কাশ্মীরের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন, বলেন, ‘আমাদের কাছ থেকে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া উচিত হয়নি। আট বছর ধরে এখানে নির্বাচন হয়নি। বিজেপি চায় আমরা বিধানসভা নির্বাচনের জন্য ভিক্ষা চাই, কিন্তু আমরা ভিখারি নই। আমরা নির্বাচনের জন্য বিজেপির কাছে ভিক্ষা করব না।

কাশ্মীরে গণতন্ত্রের অভাব উল্লেখ করে রাহুল গান্ধীর প্রশংসা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বানিহাল থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া ওমর আবদুল্লাহ বলেছেন এই সময়ে রাজ্যে গণআন্দোলন বেশি জরুরি। কাশ্মীরে গণতন্ত্রেরও অভাব রয়েছে। রাহুল গান্ধী সত্যিই ভারতকে একত্রিত করতে চান, তাঁর মনোভাব স্পষ্ট, নিজের ভাবমূর্তি গড়ার বদলে রাহুল গান্ধী এই দেশের জন্য এই যাত্রায় যোগ দিয়েছেন’। আজকের ভারতের অবস্থা দেখে আমরা অনেকেই চিন্তিত। লোকসভা ও রাজ্যসভায় একজনও মুসলিম সদস্য নেই। উমর বলেন, ‘আট বছর হয়ে গেছে কিন্তু রাজ্যে নির্বাচন হয়নি, তবে আমরা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির কাছে হাত পাতব না”।

rahul gandhi Omar Abdullah
Advertisment