ফের তাঁকে ও তাঁর সাংসদ পিতা সহ গোটা পরিবারকে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি করলেন ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লা। যদিও এই অভিযোগ নস্যাৎ করেছে শ্রীনগর পুলিশ। খাঁকি উর্দির দাবি, পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে ভিআইপিদের চলাফেরার বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে।
Advertisment
রবিবার টুইটে ওমর লিখেছেন, '২০১৯ সালের আগাস্টের পর এটাই নয়া জম্মু-কাশ্মীর। আমাদের গৃহবন্দি করা হয়েছে। আমার বৃদ্ধ পিতা (সাসংদ ফারুক আবদুল্লা) ও আমাকে বাড়িতে নজরবন্দি রাখা হয়েছে। এছাড়া, আমার বোন ও তাঁর সন্তানদেরও গৃহবন্দি করা হয়েছে।' শহরের গুপকর এলাকায় তাঁর বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে তাকার ছবিও টুইটে যুক্ত করেছেন ওমর আবদুল্লা।
অন্য একটি টুইটে তিনি লিখেছেন, 'গণতন্ত্রের নতুন মডেলটির অর্থ হল, কোনও ব্যাখ্যা ছাড়াই আমাদের গৃহবন্দি করে রাখা। যাঁরা ঘরে কাজ করছেন তাঁদেরও অনুমতি দেওয়া হচ্ছে না। আমি অবাক একই সঙ্গে অসন্তুষ্ট।'
ওমরের টুইটের জবাবে শ্রীনগর পুলিশ পাল্টা টুইটে লিখেছে, 'আজ লেথপোরার সন্ত্রাসের ঘটনার দ্বিতীয় বার্ষিকী। সড়কে কোনও আরওপি থাকবে না। প্রতিকূল তথ্যের কারণে ভিআইপিদের চলাফেরা নিরুৎসাহিত করা হচ্ছে। এদিন কোনও কর্মসূচি রাখতেও নিষেধ করা হয়েছে।'
শনিবারই পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি তাঁকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ করেন। গত ডিসেম্বরে পারিমপোরায় এনকাউন্টারে হত তিন জঙ্গির অন্যতম আতহার মুশতাকের বাড়ি যাওয়া আটকানো হয়েছে বলে দাবি মুফতির। টুইটে তিনি লেখেন, 'ভুয়ো এনকাউন্টারে নিহত আতহার মুশতাকের পরিবারকে দেখা করার আগে যথারীতি গৃহবন্দি করা হয়েছে। ছেলের লাশের দাবি করার জন্য বাবার বিরুদ্ধে ইউএপিএ-এর ধারায় মামলা করা হয়। উপত্যকার এই স্বাভাবিক পরিস্থিতির ছবি ইউরোপিয় ইউনিয়ানের প্রতিনিধিদের সামনে তুলে ধরেছে ভারত সরকার।'