'ঈশ্বর ভারতীয় অর্থনীতিকে রক্ষা করুন।' মন্তব্য জেলবন্দি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের।
Advertisment
চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির বিকাশের হার কমে দাঁড়িয়েছে ৪.৬ শতাংশে। ২০১৩ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের পর দেশের অর্থনীতির বৃদ্ধির হার সবচেয়ে কম। দেশের বেহাল অর্থনীতির জন্য কেন্দ্রের মোদী সরকারকে দায়ী করছে বিরোধী শিবির। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অবশ্য দাবি, রাষ্ট্রের অর্থনীতি মন্দা হয়নি। তবে, জিডিপি নিয়ে এক কদম বাড়িয়ে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। 'জিডিপি বেকবাক্য নয়' বলে দাবি করেন গেরুয়া দলের এই সাংসদ।
অর্থনীতি নিয়ে বেশ চাপে মোদী সরকার। এই অবস্থায় বিজেপি নিশিকান্ত দুবে লোকসভায় বলেন, 'জিডিপি তেমন গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। ভবিষ্যতে এটা কোনও কাজেই লাগবে না। জিডিপি তো এসেছে ১৯৩৪ সালে। তাঁর আগে এমন কোনও হিসেবই ছিল না। জিডিপিকে বাইবেল বা রামায়ণ-মহাভারত মনে করাটা ঠিক নয়। তাছাড়া ভবিষ্যতে জিডিপির খুব একটা ব্যবহারও থাকবে না।' দুবের এই মন্তব্য ঘিরে বিজেপিকে বিঁধতে শুরু করেছে বিরোধিরা।
দেশের অর্থনীতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন আইএনএক্স মিডিয়া দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন টুইটে পি চিদাম্বরম উদ্বাগ প্রকাশ করে জানান, 'জিডিপি হার অপ্রাসঙ্গিক, ব্যক্তিগত কর ছাড়ের সীমা কমবে, আমদানি শুল্ক বৃদ্ধি পাবে- ঈশ্বর ভারতীয় অর্থনীতিকে বাঁচান।'
অর্থনীতি নিয়ে আলোচনায় সংসদে বিরোধী গলের অধিকাংশ নেতাই মোদী সরকারকে নিশানা করে উদ্বেগ প্রকাশ করেন। সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন তারা। তাদের অভিযোগ, সমস্যা সমাধানে সরকার উদাসীন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের জিডিপি মন্তব্য নিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটারে লেখেন, 'ঈশ্বর আমাদের নিউ ইন্ডিয়ার নবীস অর্থনীতিবিদের হাত থেকে বাঁচাক।'